English Version
আপডেট : ১৩ জানুয়ারি, ২০১৬ ১৪:৩০

আশ্বাস পেলে ক্লাসে ফিরে যাবেন শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক
আশ্বাস পেলে ক্লাসে ফিরে যাবেন শিক্ষকরা

দাবি আদায়ের আশ্বাস পেলেই ক্লাসে ফিরে যাবেন শিক্ষকরা, সেইসাথে ছাত্রদের জিম্মি দশার জন্য শিক্ষকরা দায়ি নয় বলে দাবি করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। বুধবার বেতন কাঠামোয় অসঙ্গতি নিরসনের দাবিতে বাংলাদেশের ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের তৃতীয় দিনের কর্মবিরতি চলাকালে শিক্ষক সমিতির নেতারা এ দাবি করেন।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, বর্তমান পরিস্থিতিতে কেবল মাত্র প্রধানমন্ত্রীর সাখে আলোচনার সুযোগ পেলেই সমস্যা সমাধান সম্ভব। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর আশ্বাস পেলে আজই আমরা ক্লাসে ফিরে যাবো। এর আগে, প্রায় ৮ মাসের বেশি সময় ধরে মর্যাদার দাবি এবং বৈষম্য বিলোপ করার দাবিতে প্রতীকী কর্মসূচি পালন করছে শিক্ষকসমাজ।

এর আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ বিশ্ববিদ্যালয়সহ ৩৭টি বিশ্ববিদ্যালয়ে একযোগে চলছে শিক্ষকদের কর্মবিরতি। সোমবার থেকে শিক্ষকরা কর্মবিরতি শুরু করে। আজ তাদের তৃতীয় দিন চলছে।