English Version
আপডেট : ১২ জানুয়ারি, ২০১৬ ১৫:১৪

কুয়াশায় যানের গতি ঘণ্টায় ৫০ কিলোমিটারের বেশি নয়

নিজস্ব প্রতিবেদক
কুয়াশায় যানের গতি ঘণ্টায় ৫০ কিলোমিটারের বেশি নয়

গত কয়েকদিনে বেশ কয়েকটি সড়ক দুর্ঘটনার পর কুয়াশার মধ্যে যানবাহনের গতিসীমা ঘণ্টায় সর্বোচ্চ ৫০ কিলোমিটারে বেঁধে দিয়েছে সরকার। মঙ্গলবার সচিবালয়ে জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের ২৪তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন। 

সভার পর তিনি সাংবাদিকদের বলেন, কুয়াশায় গাড়ি চালানোর সময় গতিসীমা ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটারের মধ্যে রাখতে হবে এবং ফগলাইট জ্বালাতে হবে। ঘন কুয়াশার মধ্যে প্রয়োজন যান চলাচল বন্ধ থাকবে বলেও জানান তিনি।

গত শনিবার সকালে ঘন কুয়াশার মধ্যে বঙ্গবন্ধু সেতুতে পরপর দুটি দুর্ঘটনায় ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের ছেলেসহ নয়জন নিহত হন। পুলিশ ও সাংবাদিকসহ অন্তত ৪৫ জন আহত হয়েছে।

সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ বলেছিলেন, “ঘন কুয়াশার কারণে দুটি পৃথক দুর্ঘটনায় কমপক্ষে ২৪টি যানবাহন একে অন্যের সঙ্গে ধাক্কা লাগায়।