English Version
আপডেট : ১২ জানুয়ারি, ২০১৬ ১৫:০৮

অসন্তোষ তলিয়ে দেখুন : প্রধানমন্ত্রীকে শিক্ষক ফেডারেশন

নিজস্ব প্রতিবেদক
অসন্তোষ তলিয়ে দেখুন : প্রধানমন্ত্রীকে শিক্ষক ফেডারেশন

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অসন্তোষ তলিয়ে দেখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। ফেডারেশনের ডাকা লাগাতার কর্মবিরতির দ্বিতীয় দিন মঙ্গলবার ফেডারেশন ও ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাংবাদিকদের একথা বলেন।

অধ্যাপক ফরিদ উদ্দিন বলেন, 'শিক্ষকদের বিষয়ে কেউ হয়তো প্রধানমন্ত্রীকে ভুল বুঝিয়েছে বা প্রধানমন্ত্রীর কাছে সঠিক তথ্য নেই। প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানাচ্ছি, তিনি শিক্ষকদের অসন্তোষের বিষয়টি খতিয়ে দেখবেন।' শিক্ষকদের সঙ্গে আলোচনা করে দ্রুত সমস্যা সমাধানেরও আহ্বান জানান ফেডারেশনের সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন।

অষ্টম জাতীয় বেতন কাঠামোতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ ও অন্যান্য অসঙ্গতি দূর করার দাবিতে মঙ্গলবার দ্বিতীয় দিনের মত কর্মবিরতি পালন করছেন দেশের ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
এ প্রসঙ্গে ফেডারেশনের মহাসচিব অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল জানিয়েছেন, দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেবলমাত্র সেমিস্টার ফাইনাল পরীক্ষা হলেও অন্যান্য পরীক্ষা হচ্ছে না।