English Version
আপডেট : ১২ জানুয়ারি, ২০১৬ ১০:৪৯

স্থগিত ২০ পৌরসভায় ভোটগ্রহণ চলছে

নিজস্ব প্রতিবেদক
স্থগিত ২০ পৌরসভায় ভোটগ্রহণ চলছে

অনিয়ম ও গোলযোগের কারণে স্থগিত নরসিংদীর মাধবদীসহ ২০টি পৌরসভার মোট ৫১টি ভোট কেন্দ্রে পুন:ভোট গ্রহণ শুরু হয়েছে। নির্বাচনী কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার সকাল ৮টায় নির্ধারিত কেন্দ্রগুলোতে ভোট শুরু হয়েছে; চলবে বিকাল ৪টা পর্যন্ত। সুষ্ঠু ভোট নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রে একজন করে পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে ইসি। চৌমুহনী পৌরসভার রিটার্নিং কর্মকর্তা মনির হোসেন বলেন, শান্তিপূর্ণভাবে ভোট শুরু হয়েছে। ব্যাপক নিরাপত্তার মধ্যে কোনো ধরনের গোলযোগের আশঙ্কা আমরা দেখছি না। কেউ অনিয়মের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করেছেন নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ।

দলীয় প্রতীকে দেশে প্রথমবারের মতো স্থানীয় সরকারের পৌরসভা নির্বাচনে গত ৩০ ডিসেম্বর ২৩৪ পৌরসভায় ভোট হয়। এর মধ্যে অনিয়ম ও গোলযোগের কারণে মাধবদী পৌরসভা এবং আরও ১৯ পৌরসভার ৩৯টি কেন্দ্র স্থগিত করা হয়। এসব পৌরসভার মধ্যে সাতটি মেয়র পদ এবং সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের ৭২টি কাউন্সিলর পদে পুনঃভোট হচ্ছে। এর মধ্যে মেয়র পদে ভোট চলছে- মাধবদী, চৌমুহনী, কালকিনি, বেতাগী, সৈয়দপুর, উলিপুর ও ঠাকুরগাঁও পৌরসভায়।