English Version
আপডেট : ১১ জানুয়ারি, ২০১৬ ২০:৫৮

প্রশাসনের উচ্চপর্যায়ে রদবদল

নিজস্ব প্রতিবেদক
প্রশাসনের উচ্চপর্যায়ে রদবদল

সচিবসহ বিভিন্ন পদে রদবদল করা হয়েছে। আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা বিভিন্ন প্রজ্ঞাপনের মাধ্যমে এসব তথ্য জানানো হয়। জ্যেষ্ঠ সহকারী সচিব মো. রেয়াজুল হকের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব তারিক-উল ইসলামকে পরিকল্পনা বিভাগের সচিব, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. চৌধুরী মো. বাবুল হাসানকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক আব্দুল মান্নানকে পরিকল্পনা কমিশনের ভারপ্রাপ্ত সদস্য (ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায়) এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুল জলিলকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব পদে নিয়োগ করা হয়েছে।

একই ব্যক্তির স্বাক্ষরিত অন্য একটি প্রজ্ঞাপনে জানানো হয়, শিক্ষা মন্ত্রণালয়ে সংযুক্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) বেগম রোকসানা মালেককে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সংযুক্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম এহসান কবীরকে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল হান্নানকে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান শরাফ উদ্দিন আহমেদকে তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে নিয়োগ করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের আরো একটি প্রজ্ঞাপনে জানানো হয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. সিরাজুল হক খান ও বাংলাদেশ ট্যারিফ কমিশনের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায়) এ টি এম মুর্তজা রেজা চৌধুরীকে সচিব পদে পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সচিব) নিয়োগ করা হয়েছে।

এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব সেবাস্টিন রেমা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, পরিকল্পনা কমিশনের সদস্য ড. মো. আব্দুর রব হাওলাদারকে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে।

একই ব্যক্তির স্বাক্ষরিত অন্য একটি প্রজ্ঞাপনে বলা হয়, তিনজন কর্মকর্তাকে বদলিপূর্বক প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের নির্বাহী পরিচালক মরণ কুমার চক্রবর্তীকে ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপনা পরিচালক, রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার দিলওয়ার বখ্‌তকে মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের (স্পারসো) চেয়ারম্যান এবং বনশিল্প উন্নয়ন করপোরেশনের পরিচালক আব্দুল কাদিরকে একই প্রতিষ্ঠানের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে।