English Version
আপডেট : ১১ জানুয়ারি, ২০১৬ ১৪:৩৭

মামলা থেকে অব্যহতি পেলো অদম্যের চার কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক
মামলা থেকে অব্যহতি পেলো অদম্যের চার কর্মকর্তা
ছবি : সংগৃহিত

অদম্য ফাউন্ডশনের চার কর্মকর্তা আরিফুর রহমান (২৪), হাসিবুল হাসান সবুজ (১৯), জাকিয়া সুলতানা (২২) ও ফিরোজ আলম খান শুভকে (২১) মামলার দায় থেকে অব্যহতি দিয়েছে ট্রাইব্যুনাল। আজ সোমবার ঢাকার ৪ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সালেহ উদ্দিন আহমেদ রামপুরা থানা পুলিশের দাখিলকৃত চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে আসামিদের মামলার দায় থেকে অব্যহতি প্রদান করেন। এই মামলায় আসামিপক্ষের আইনজীবী ছিলেন জ্যোতির্ময় বড়ুয়া ও মলয় সাহা। গত ১৩ সেপ্টেম্বর রাজধানীর রামপুরার বনশ্রী এলাকার  একটি বাসা থেকে ছিন্নমূল শিশুদের নিয়ে কাজ করে এমন একটি নতুন বেসরকারী সংস্থা অদম্য ফাউন্ডেশনের শেল্টারহোম থেকে ১০টি ছিন্নমূল শিশুকে উদ্ধারের ঘটনায় ৪ কর্মকর্তাকে গ্রেপ্তার করে রামপুরা থানার পুলিশ। এরপর তাদেরকে ২ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করা হয়। ওইদিনের রিমান্ড আবেদনের শুনানিকালে ম্যাজিস্ট্রেট এক নম্বর আসামি আরিফুর রহমানের সঙ্গে কথা বলেন। ম্যাজিস্ট্রেট জানতে চান, কীভাবে তারা শিশুদের সংগ্রহ করতেন? জবাবে আসামি আরিফুর বলেন, ঢাকার বিভিন্ন পয়েন্টে যেমন- সদরঘাট, কমলাপুরসহ বিভিন্ন এলাকায় আমাদের স্বেচ্ছাসেবকরা কমপক্ষে ২ থেকে সর্বোচ্চ ৩ মাস বিভিন্ন ছিন্নমূল বাচ্চাদেরকে পর্যবেক্ষণ করে। যদি দেখা যায় একই বাচ্চা দিনের পর দিন একই স্থানে থাকছে এবং অন্য কোথাও যাচ্ছে না, তখন আমাদের স্বেচ্ছাসেবকরা তাদেরকে আমাদের শেল্টারে আসার জন্য বলতো। যারা আগ্রহী হতো তাদেরকে নিয়ে আসা হতো। এরপর বিচারক ওইসব আসামিদের আর কোনো বক্তব্য শুনতে চাননি। আদালতের বাইরে এসে ওই চার আসামির আত্মীয়-স্বজন এবং উদ্ধারকৃত ১০ শিশুর মধ্যে ছয় শিশুর অভিভাবকদের সঙ্গে কথা বললে বেরিয়ে আসে নিঃস্বার্থভাবে সমাজসেবা করতে গিয়ে ফেঁসে যাওয়া ওই চার তরুণের ভাগ্য বিড়ম্বনার কথা।