English Version
আপডেট : ১০ জানুয়ারি, ২০১৬ ২০:২১

সোমবার থেকে পূর্ণ কর্মবিরতিতে যাচ্ছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক
সোমবার থেকে পূর্ণ কর্মবিরতিতে যাচ্ছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা
ফাইল ছবি

অষ্টম জাতীয় বেতন কাঠামোয় সিলেকশন গ্রেড বহাল ও গ্রেড সমস্যা সমাধানের দাবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আগামীকাল সোমবার থেকে পূর্ণ কর্মবিরতিতে যাচ্ছেন। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন জানিয়েছে, আন্দোলনের ধারাবাহিকতায় দেশের ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে একসঙ্গে এ কর্মবিরতি চলবে।

আজ রোববার দুপুরে ফেডারেশনের মহাসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এ তথ্য জানান।

গত শনিবার (২ জানুয়রি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে দীর্ঘ বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেন শিক্ষকরা। সেই অনুযায়ী সোমবার থেকে পূর্ণ কর্মবিরতিতে যাচ্ছেন শিক্ষকরা।

ফেডারেশনের মহাসচিব বলেন, ‘আমরা এখনো পর্যন্ত পূর্ণ কর্মবিরতিতে যাওয়ার সিদ্ধান্তে অটল আছি। সরকারের পক্ষ থেকে কোনো ধরনের আশ্বাস পাইনি। তাই আমরা আমাদের পূর্বঘোষিত পূর্ণ কর্মবিরতি আগামীকাল থেকে পালন করব। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলতে থাকবে। সান্ধ্যকালীন কোর্সসমূহের ক্ষেত্রেও তা প্রযোজ্য হবে।’

তবে পরীক্ষার বিষয়ে অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল বলেন, পরীক্ষা নিয়ে নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি সিদ্ধান্ত গ্রহণ করবে। তবে শিক্ষার্থীদের অনুরোধ এবং তাদের শিক্ষাজীবন রক্ষার বিষয় বিবেচনা করে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি কর্মবিরতি চলাকালীন শুধু সেমিস্টার/কোর্স ফাইনাল পরীক্ষাগুলো নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে মিড টার্ম পরীক্ষাসহ অন্যান্য সব শ্রেণি পরীক্ষা এ সময়ে স্থগিত থাকবে।