English Version
আপডেট : ১০ জানুয়ারি, ২০১৬ ১৭:৫৬

আখেরী মোনাজাতে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

নিজস্ব প্রতিবেদক
আখেরী মোনাজাতে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ
ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ টঙ্গীতে তুরাগ নদের তীরে অনুষ্ঠিত পবিত্র হজের পর বিশ্বে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম সমাবেশ বিশ্ব ইজতেমার প্রথম পর্বের শেষ দিনে আখেরী মোনাজাতে অংশগ্রহণ করেছেন। প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে এই মোনাজাতে অংশ নেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কণিষ্ঠ কন্যা শেখ রেহানা, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, সাবেক মন্ত্রী ডা. দীপু মনি এমপি এবং প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যরা এই মোনাজাতে শরিক হয়েছেন।  এই মোনাজাতে বিশেষ করে দেশের অব্যাহত শান্তি, অগ্রগতি ও কল্যাণ এবং মুসলিম উম্মাহর ব্যাপক ঐক্য লাভের জন্য প্রার্থনা করা হয়। ভারতের বিশিষ্ট আলেম মাওলানা সাদ এই মোনাজাত পরিচালনা করেন।  প্রথম পর্যায়ের ইজতেমায় দেশের ১৭টি জেলার মুসল্লীরা অংশ নিয়েছেন। অন্য জেলার মুসল্লীরা ১৫-১৭ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিতব্য দ্বিতীয় পর্যায়ের ইজতেমায় অংশগ্রহণ করবেন। স্থান সংকুলান ও পরিবহন সমস্যার প্রেক্ষিতে ২০১১ সাল থেকে দুটি পর্যায়ে ইজতেমা অনুষ্ঠিত হয়ে আসছে।  ভারত, পাকিস্তান, সৌদি আরব, সংযুক্ত আরব আমীরাত, কাতার, মিশর, জর্দান, আলজেরিয়া, ওমান, ইয়েমেন, সুদান, ফিলিস্তিন, তিউনিসিয়া, বাহরাইন, ফ্রান্স, কুয়েত, সোমালিয়া, কেনিয়া, জার্মানী, সুইজারল্যান্ড, কানাডা, যুক্তরাষ্ট্র, ইরাক ও ইরানসহ ৫০টির বেশী দেশের প্রায় ৭ হাজার মুসল্লী এবার ইজতেমায় যোগ দিয়েছেন।  নয়াদিল্লী ভিত্তিক তাবলিগ ই জামাত ১৯৬৭ সাল থেকে ইজতেমা আয়োজন করে আসছে। শুক্রবার বাদ ফজর আলেমদের বয়ান ও মোনাজাতের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হয় এবং আজ আখেরী মোনাজাতের মধ্য দিয়ে এর সমাপ্তি হয়েছে।