English Version
আপডেট : ১০ জানুয়ারি, ২০১৬ ১২:২৬

আখেরি মোনাজাতে মহান আল্লাহর দরবারে বিশ্বশান্তি ও কল্যাণ প্রার্থনা

নিজস্ব প্রতিবেদক
আখেরি মোনাজাতে মহান আল্লাহর দরবারে বিশ্বশান্তি ও কল্যাণ প্রার্থনা

টঙ্গীর তুরাগতীরে আখেরি মোনাজাতের মাধ্যমে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ হয়েছে। রোববার বেলা ১১টা ৮ মিনিটে আখেরী মোনাজাত শুরু হয়ে শেষ হয় ১১টা ৩২ মিনিটে। আখেরি মোনাজাত পরিচালনা করেন ভারতের শীর্ষস্থানীয় তাবলিগ মুরব্বি মাওলানা সা’দ। মোনাজাতের আগে হেদায়েতি বয়ান করেন তিনি।

মোনাজাতে অংশ নিতে আজ ভোর থেকে লাখো মুসল্লি টঙ্গীর ইজতেমা ময়দানে আসেন। মুসল্লিদের আগমনে টঙ্গী শহর, ইজতেমাস্থল ও এর আশপাশ এলাকা জনসমুদ্রে পরিণত হয়।আখেরি মোনাজাতে  দেশ-জাতি-মানবতার কল্যাণ ও সমৃদ্ধি চেয়েছেন। বিশ্বশান্তি ও কল্যাণ চেয়ে মহান আল্লাহর দরবারে আকুতি জানান। মোনাজাতে মহান আল্লাহর দরবারে দুই হাত তুলে কেঁদে কেঁদে ক্ষমা চেয়েছেন মুসল্লিরা। তাঁরা পাপ থেকে মুক্তির জন্য আকুতি-মিনতি করেছেন।মানুষের জন্য রহমত ও শান্তি কামনা করেছেন।মুসল্লিরা জানিয়েছেন, ইজতেমার শিক্ষা তাঁরা ছড়িয়ে দেবেন। ব্যক্তি ও সমাজজীবনে তা কাজে লাগাবেন।পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, মুসল্লিদের জন্য বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা নেয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিভিন্ন স্থানে নিয়োজিত আছেন। সব ধরনের নাশকতার পরিকল্পনা ঠেকিয়ে দিতে ইজতেমা ময়দানে এবার অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মুসল্লিদের ঘরে ফেরা পর্যন্ত দায়িত্ব পালন করবেন। চার দিন বিরতি দিয়ে ১৫ জানুয়ারি শুরু হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। ১৭ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা।