English Version
আপডেট : ১০ জানুয়ারি, ২০১৬ ১২:১৬

আখেরি মোনাজাত শুরু, যানজটে মুসল্লিদের ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক
আখেরি মোনাজাত শুরু, যানজটে মুসল্লিদের ভোগান্তি

টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত রোববার বেলা ১১টা ৮ মিনিটে শুরু হয়েছে। আখেরি মোনাজাত পরিচালনা করছেন ভারতের শীর্ষস্থানীয় তাবলিগ মুরব্বি মাওলানা সা’দ। মোনাজাতের আগে হেদায়েতি বয়ান করেন তিনি।

মোনাজাতে অংশ নিতে আজ ভোর থেকে লাখো মুসল্লি টঙ্গীর ইজতেমা ময়দানে আসেন। মুসল্লিদের আগমনে টঙ্গী শহর, ইজতেমাস্থল ও এর আশপাশ এলাকা জনসমুদ্রে পরিণত হয়।আখেরি মোনাজাতে মুসল্লিরা দেশ, জাতি ও মানবতার জন্য দোয়া করছেন। বিশ্বশান্তি ও কল্যাণ চেয়ে মহান আল্লাহর দরবারে আকুতি জানাচ্ছেন। জানাচ্ছেন পাপ থেকে মুক্তির মিনতি।মুসল্লিরা জানিয়েছেন, ইজতেমার শিক্ষা তাঁরা ছড়িয়ে দেবেন। ব্যক্তি ও সমাজজীবনে তা কাজে লাগাবেন।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, মুসল্লিদের জন্য বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা নেয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিভিন্ন স্থানে নিয়োজিত আছেন। সব ধরনের নাশকতার পরিকল্পনা ঠেকিয়ে দিতে ইজতেমা ময়দানে এবার অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মুসল্লিদের ঘরে ফেরা পর্যন্ত দায়িত্ব পালন করবেন। চার দিন বিরতি দিয়ে ১৫ জানুয়ারি শুরু হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। ১৭ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা।

এদিকে বিমানবন্দর সড়কে তীব্র যানজটের খবর পাওয়া গেছে। র্যাডিসন হোটেল থেকে গাড়ি বন্ধ করে দেয়া হয়েছে। মুসল্লিগন পায়ে হেঁটে ইজতেমা প্রাঙ্গণের দিকে যাচ্ছেন।