English Version
আপডেট : ৯ জানুয়ারি, ২০১৬ ২১:০১

কেক কেটে সূচনা হলো কালের কণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক
কেক কেটে সূচনা হলো কালের কণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দেশের অন্যতম জনপ্রিয় দৈনিক কালের কণ্ঠের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ১০ জানুয়ারি রবিবার। এ উপলক্ষে আজ শনিবার সন্ধ্যায় বারিধারায় বসুন্ধরা আবাসিক এলাকায় কালের কণ্ঠের সম্মেলন কক্ষে অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কেক কেটে শুভক্ষণের সূচনা করেন দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর।

এ সময় আরো উপস্থিত ছিলেন কালের কণ্ঠ সম্পাদক ও জনপ্রিয় কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন, উপদেষ্টা সম্পাদক অমিত হাবিব, নির্বাহী সম্পাদক মোস্তফা কামাল, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, ডেইলি সানের ভারপ্রাপ্ত সম্পাদক মো. জামিলুর রহমান, উপদেষ্টা সম্পাদক আমির হোসেন, বিজ্ঞাপন বিভাগের প্রধান জেড এম আহমেদ প্রিন্সসহ আরও অনেকে।

কালের কণ্ঠের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রবিবার আয়োজন করা হয়েছে দিনব্যাপী অনুষ্ঠানমালার। বসুন্ধরা আবাসিক এলাকায় কালের কণ্ঠের প্রধান কার্যালয়ও সাজানো হয়েছে বর্ণিল সাজে। নানা আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকীর দিনভর অনুষ্ঠান শুরু হবে সকাল সাড়ে ৯টায়।