English Version
আপডেট : ৯ জানুয়ারি, ২০১৬ ২০:৩১

জঙ্গি হামলা রোধে জনগণকে সচেতন থাকতে হবে

নিজস্ব প্রতিবেদক
জঙ্গি হামলা রোধে জনগণকে সচেতন থাকতে হবে

মাজার সংলগ্ন মসজিদ, শিয়া সম্প্রদায়ের মসজিদ, ওয়াজ-মাহফিল ও শুক্রবার জুম্মার নামাজের জামায়াত চলাকালে জঙ্গিদের হামলার পরিকল্পনা রয়েছে। তাই এ মোকাবেলায় জনগণকে সচেতন থাকতে হবে।   শনিবার দুপুরে সিলেট পুলিশ লাইনে শহীদ এসপি এম শামসুল হক মিলনায়তনে জেলা পুলিশ আয়োজিত আলেম ও মাশায়েখদের সঙ্গে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ বিরোধী  মতবিনিময় সভায় সিলেট রেঞ্জের ডিআইজি মিজানুর রহমান এসব কথা বলেন।

ডিআইজি মিজানুর রহমান বলেন, ‘জঙ্গিবাদ মোকাবেলায় পুলিশ সতর্ক রয়েছে। তারপরও পুলিশের একার পক্ষে জঙ্গি কর্মকাণ্ড প্রতিরোধ করা কঠিন। এজন্য জনগণকে সচেতন ও সতর্ক থাকতে হবে।’

মিজানুর রহমান বলেন, ‘ইসলাম শান্তির ধর্ম। ইসলামে সন্ত্রাসের কোনো স্থান নেই। তাই ইসলামের নামে যারা সন্ত্রাস করে তারা মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টায় লিপ্ত।’

জেলার পুলিশ সুপার নুরে আলম মিনা এতে সভাপতিত্ব করেন। মতবিনিময়ে জেলার বিভিন্ন উপজেলার থেকে আগত ইমামরা অংশ গ্রহণ করেন। সিনিয়র এসপি সুমন মিয়ার এই মতবিনিময় সভায় পরিচালনা করেন। সভায় বিশেষ অতিথি হিসেবে সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ড. মো. আক্কাছ উদ্দীন ভুঁইয়া, ইসলামিক ফাউন্ডেশন সিলেটের ভারপ্রাপ্ত পরিচালক ফরিদ উদ্দীন আহমদ, জাতীয় প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সমিতির সভাপতি মাওলানা মো. সাইফুল ইসলাম, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবীর ইকু প্রমুখ।