English Version
আপডেট : ৯ জানুয়ারি, ২০১৬ ২০:২৭

খালেদা জিয়াকে জবাবদিহি করতে হবে : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
খালেদা জিয়াকে জবাবদিহি করতে হবে : প্রধানমন্ত্রী

নির্বাচন নিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাম্প্রতিক বক্তব্যের কড়া সমালোচনা করে তাঁকে জনগণের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান।প্রধানমন্ত্রী বলেন, ঐতিহ্যবাহী দল আওয়ামী লীগ দেশের স্বাধীনতা এনেছে, পাশাপাশি দেশের যে অর্থনৈতিক উন্নতি এনে দিয়েছে, তার ধারাবাহিকতা কেউ আটকাতে পারবে না। নির্বাচন আটকানোর নামে বিএনপি মানুষ খুনের রাজনীতি করেছে উল্লেখ করে তিনি আবারও বলেন, এ জন্য দায়ীদের বিচারের মুখোমুখি হতে হবে। 

নতুন জাতীয় বেতন কাঠামোয় এ যাবৎকালের মধ্যে সবচেয়ে বেশি বেতন বেড়েছে উল্লেখ করে এ নিয়ে আন্দোলনকারীদের সমালোচনা করেন প্রধানমন্ত্রী। এ ছাড়া মেট্রোরেলসহ সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না করতেও সবার প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘তিনি (খালেদা জিয়া) বক্তৃতায় বলে দিলেন ওই (পৌর) নির্বাচনে ভোটকেন্দ্রে কোনো ভোটার যায় নাই। এইখানে নাকি পুলিশ ছিল আর কুকুর ছিল। উনি মানুষকে কুকুর হিসেবে দেখলেন, ভোটারদের কুকুর হিসেবে দেখলেন। আর যাঁরা ওখানে তথ্য সংগ্রহ করতে গেলেন, ওনার দৃষ্টিতে সবাইকে কুকুরই দেখছেন। এই যে ৪৩ ভাগ মানুষ যে ভোট দিল তারা কি সবাই কুকুর? এই আগুন দিয়ে মানুষকে পুড়িয়ে মারা আর ভোটারদের কুকুর বলা-এটার জন্য জাতির কাছে জবাবদিহি করতে হবে খালেদা জিয়াকে।’