English Version
আপডেট : ৯ জানুয়ারি, ২০১৬ ১৮:২৯

মোহাম্মদপুরে হেলে পড়লো ৪তলা ভবন

নিজস্ব প্রতিবেদক
মোহাম্মদপুরে হেলে পড়লো ৪তলা ভবন
ফাইল ছবি

রাজধানীর মোহাম্মদপুর এলাকার তাজমহল রোডে সি ব্লকের ২৯/৪ নাম্বারের একটি ভবন হেলে পড়েছে। শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে এলাকাবাসী ভবনটি পাশের ৬ তলা ভবনের দিকে হেলে পড়তে দেখে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় ফায়ার সার্ভিস, পুলিশ ও রাজউক কর্মকর্তারা। নিরাপদে সরিয়ে নেয়া হয় ভবনের বাসিন্দাদের।

পুরোনো তিনতলা ভবনের ওপর এখানে টিনশেড দিয়ে আরো একতলা নির্মাণ করা হয়েছে। ভবনটির দু’টি ফ্লোরে দু’টি পরিবার এবং বাকি দু’টি ফ্লোরে মেস বানিয়ে লোকজনের বসবাস। ভবনটি সিলগালা করে দিয়েছে রাজউক।

হেলে পড়া ভবনটির সামনে ভীড় জমিয়েছে উৎসুক জনতা। তবে কয়েকদিন আগে হওয়া ভূমিকম্পে, নাকি আজ বিকেলেই ভবনটি কাত হয়ে যায়, তা নিশ্চিত করে বলতে পারেনি এলাকাবাসী বা ভবনের বাসিন্দারা।