English Version
আপডেট : ৯ জানুয়ারি, ২০১৬ ১৬:৩৪

বঙ্গবন্ধু সেতুতে দুর্ঘটনায় মন্ত্রীপুত্রসহ নিহত ৯

নিজস্ব প্রতিবেদক
বঙ্গবন্ধু সেতুতে দুর্ঘটনায় মন্ত্রীপুত্রসহ নিহত ৯
রানা শরীফ

টাঙ্গাইলে একটি সড়ক দুর্ঘটনায়  ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের মেজ ছেলে রানা শরীফসহ নয়জন নিহত হয়েছেন। আজ শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। ঘন কুয়াশার কারণে সকাল থেকে বঙ্গবন্ধু সেতুর ওপর বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটে। এর মধ্যে একটিতে নিহত হন রানা। নিহত অন্যদের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, সেতুর টাঙ্গাইল জেলা অংশের ৪০ নম্বর পিলার এলাকায় পাবনা থেকে ঢাকাগামী সরকার পরিবহনের একটি কোচের সঙ্গে গরু বোঝাই একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চার বাসযাত্রী নিহত হন। আহত হন অন্তত ৪০ জন।

একই সময়ে ওই স্থানে বেশ কয়েকটি গাড়ির মধ্যে সংঘর্ষ মিলিয়ে মোট আটটি দুর্ঘটনা ঘটে। আজ ভোর ৫টা থেকে থেকে ৬টার মধ্যে এই সড়ক দুর্ঘটনাগুলো ঘটে।

ওই সব দুর্ঘটনায় আহত ব্যক্তিদের সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল ও টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়।  আহত ব্যক্তিদের মধ্যে আছেন সাংবাদিক, পুলিশ ও ফায়ার ব্রিগেড সদস্যসহ অন্তত ৫০ জন।

এদিকে এসব দুর্ঘটনার খবর পেয়ে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস এবং সদর থানা পুলিশের দুটি দল সেতুর ওপরে পৌঁছালে ফায়ার ব্রিগেডের গাড়িটিকে পেছন থেকে ধাক্কা দেয় পুলিশ বাহিনীর পিকআপ। এতে অন্তত সাত পুলিশ ও ফায়ার ব্রিগেড সদস্য আহত হন।

একই সময়ে দুর্ঘটনার খবর সংগ্রহের জন্য মোটর সাইকেলে করে ঘটনাস্থলে যাওয়ার পথে মাছরাঙ্গা টেলিভিশনের সিরাজগঞ্জ প্রতিনিধি রিফাত রহমান, সময় টেলিভিশনেরর সিরাজগঞ্জ প্রতিনিধি রিংকু কুন্ডু, চ্যানেল আইয়ের ক্যামেরাপারসন আশরাফুল ইসলাম ও চ্যানেল টোয়োন্টি ফোরের ক্যামেরাপারসন নাজমুল ইসলাম বঙ্গবন্ধু সেতুর ওপর পৌঁছালে দুর্ঘটনার কবলে পড়ে আহত হন।