English Version
আপডেট : ৯ জানুয়ারি, ২০১৬ ১২:২১

ইজতেমার দ্বিতীয় দিনে আজ যৌতুকবিহীন বিয়ে

ইজতেমার দ্বিতীয় দিনে আজ যৌতুকবিহীন বিয়ে

আজ শনিবার বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনে বাদ আসর যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হবে। ইজতেমার বয়ান মঞ্চের পাশেই বসবে এই বিয়ের আসর। ইতোমধ্যে শতাধিক দম্পতি নাম তালিকাভুক্ত করেছেন। আজকেও দলে দলে মুসল্লিরা গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে ইজতেমা ময়দানে আসছেন।

আজ সকাল থেকেই টঙ্গী অভিমুখী বাস, ট্রাক, ট্রেন, লঞ্চসহ বিভিন্ন যানবাহনে মুসল্লিদের আগমনে ইজতেমাস্থল দেশ-বিদেশের মুসল্লিদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে। আল্লাহ প্রদত্ত বিধি-বিধান ও রাসুল (স.) প্রদর্শিত তরিকা অনুযায়ী জীবন গড়ার আহ্বান জানিয়ে দেশ-বিদেশের লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লির জিকির আসকার, ইবাদত বন্দেগি আর পবিত্র কোরআনের আলোকে গুরুত্বপূর্ণ বয়ানের মধ্য দিয়ে ইজতেমার দ্বিতীয় দিন অতিবাহিত হচ্ছে। আগামীকাল রবিবার আনুমানিক সকাল ১১টার দিকে আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে তাবলিগ জামাত আয়োজিত ৫১তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। আগামীকাল রোববার আখেরি মোনাজাতের আগ পর্যন্ত মানুষের এ ঢল অব্যাহত থাকবে। কাল হেদায়তি বয়ান ও আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের প্রথম পর্বের বিশ্ব ইজতেমা। ইজতেমা ময়দানের বিদেশি নিবাসের পূর্বপার্শ্বে বিশেষভাবে স্থাপিত মোনাজাত মঞ্চ থেকে এ মোনাজাত অনুষ্ঠিত হবে। বিশেষ এ তাৎপর্যপূর্ণ মোনাজাতে প্রায় ৩০ লাখ মুসল্লি অংশ নেবেন বলে আয়োজকরা ধারণা করছেন। মোনাজাতের আগে ভারতের হযরত মাওলানা মুহাম্মদ সা'দ হেদায়েতি বয়ান করবেন। তাবলিগ জামাতের দিল্লির মারকাজের শূরা সদস্য হযরত মাওলানা মুহাম্মদ সা'দ আখেরি মোনাজাত পরিচালনা করবেন বলে আশা করা হচ্ছে।

টঙ্গীর রেলওয়ে সূত্রে জানা গেছে, আখেরি মোনাজাত উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে আখাউড়া, কুমিল্লা ও ময়মনসিংহসহ বিভিন্ন রেলপথে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া আখেরি মোনাজাতের আগে ও পরে সব ট্রেন টঙ্গী স্টেশনে যাত্রাবিরতি করবে। শনিবার রাত থেকে রোববার আখেরি মোনাজাতের সময় পর্যন্ত ভোগড়া বাইপাস মোড় থেকে কুড়িল বিশ্বরোড, সাভারের বাইপাইল থেকে আবদুল্লাহপুর পর্যন্ত অ্যাম্বুলেন্স ও পুলিশের গাড়ি ছাড়া সাধারণ যানবাহন চলাচল বন্ধ থাকবে।