English Version
আপডেট : ৯ জানুয়ারি, ২০১৬ ১০:২৭

বঙ্গবন্ধু সেতুর উপর বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৫

নিজস্ব প্রতিবেদক
বঙ্গবন্ধু সেতুর উপর বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৫

বঙ্গবন্ধু সেতুর উপর ট্রাক-বাসের সংঘর্ষের পর আরও কয়েকটি গাড়ির সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। সেতুর পূর্ব প্রান্তে ২৫ ও ২৯ নম্বর পিলারের মাঝের স্থানে এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, একটি গরুর ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় সরকার পরিবহনের একটি বাস। এসময় গাড়ি দুটি থেমে গেলে পেছন থেকে আরও চারটি গাড়ি এসে সেখানে ধাক্কা লাগায়। দুর্ঘটনায় পাঁচজন নিহত হওয়া ছাড়াও অন্তত দশজন আহত হয়েছেন বলে ওসি জানান। হতাহতদের নাম-ঠিকানা এখনও জানা যায়নি।দুর্ঘটনাকবলিত গাড়িগুলো সেতুর উপর এলোপাতাড়ি পড়ে আছে বলে যান চলাচল বন্ধ রয়েছে।