English Version
আপডেট : ৭ জানুয়ারি, ২০১৬ ১০:১৮

জামায়াতের হরতালে সাড়া নেই : চলছে সকল ধরনের যানবাহন

নিজস্ব প্রতিবেদক
জামায়াতের হরতালে সাড়া নেই : চলছে সকল ধরনের যানবাহন
ছবি: কালের কন্ঠ

জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে সাড়া মেলেনি। রাজধানীসহ সারাদেশে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। সকাল থেকে এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সকালে রাজধানীর মিরপুর-১, শ্যামলী,  কল্যাণপুরসহ বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে বাস, রিকশা, অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন স্বাভাবিকভাবেই চলাচল করছে। রাস্তায় বিভিন্ন যানবাহনের উপস্থিতিও বাড়ছে। রাস্তার মোড়ে মোড়ে কড়া পুলিশ পাহারা বসানো হয়েছ।হরতালের সমর্থনে রাজধানীতে কোথাও মিছিল অথবা পিকেটিংয়ের কোনো খবর পাওয়া যায়নি।

এদিকে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকে দূরপাল্লার বাস স্বাভাবিকভাবে চলাচল করছে। মহাখালী বাস টার্মিনাল শ্রমিক ইউনিয়নের এক নেতা জানান, অন্যান্য দিনের মতো দূরপাল্লার বাসসহ আশপাশের জেলায় বাস চলাচল করছে। এখান থেকে শেরপুর, জামালপুর, কিশোরগঞ্জ, কাপাশিয়া, ভৈরব, ময়মনসিংহ, রংপুর, টাঙ্গাইলসহ বিভিন্ন জেলা ও বিভাগীয় শহরের উদ্দেশে গাড়ি ছেড়ে গেছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে যাত্রী ভোরে কিছুটা কম ছিল, এখন বাড়ছে।  গাবতলী বাসস্ট্যান্ড থেকেও নির্দিষ্ট সময়েই ছাড়ছে দূরপাল্লার বাস। শুরুতে যাত্রী কিছুটা কম হলেও বেলা বাড়ার সাথে সাথে বাস টার্মিনালে কাউন্টারগুলোর সামনে যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে। এছাড়া যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বাস টার্মিনালগুলিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

উল্লেখ্য যে, যুদ্ধাপরাধের দায়ে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির আদেশ বহালের প্রতিবাদে আজ বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় জামায়াত।