English Version
আপডেট : ৪ জানুয়ারি, ২০১৬ ১৮:০৪

৬ শর্তে দুই দলকে সমাবেশের অনুমতি ডিএমপির

নিজস্ব প্রতিবেদক
৬ শর্তে দুই দলকে সমাবেশের অনুমতি ডিএমপির
ফাইল ছবি

শর্ত সাপেক্ষে আওয়ামী লীগ ও বিএনপিকে মঙ্গলবার (৫ জানুয়ারি) রাজধানীতে সমাবেশ করার অনুমতি দিয়েছে ডিএমপি। এর ফলে মঙ্গলবার আওয়ামী লীগ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলীয় কার্যালয়ের সামনে এবং বিএনপি নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দুই দলকে নিজ নিজ কার্যালয়ের সামনে সমাবেশ করার অনুমিত দেন। এরপর বিকেলে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কিছু শর্ত সাপেক্ষে সমাবেশ করার অনুমতি দেয়।

 

নির্বাচনের দুই বছর পূর্তির দিনে আওয়ামী লীগ ও বিএনপি- দুই দলকেই নিজেদের কার্যালয়ের সামনে সমাবেশ করার অনুমতি নিয়ে আর কোন সন্দেহ থাকলো না। তবে দুই দলকে বেলা ২টা থেকে ৫টার মধ্যে এই সমাবেশ শেষ করতে হবে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার মো.আছাদুজ্জামান মিয়া।সোমবার নিজের কার্যালয়ে তিনি সাংবাদিকদের বলেন, রাজনৈতিক কর্মসূচির আড়ালে কেউ যদি জননিরাপত্তা বিঘ্নিত করতে চায় তাদের বিরুদ্ধে আইন অনুয়ায়ী শক্ত ব্যবস্থা নেয়া হবে। জননিরাপত্তার খাতিরে সব দলকেই সমানভাবে দেখব।
সমাবেশ করার ৬ শর্ত
১. নির্দিষ্ট সময়ের মধ্যে সমাবেশ শেষ করতে হবে।
২. নির্ধারিত এলাকার বাইরে মাইক ব্যবহার করা যাবে না।
৩.সমাবেশ করতে গিয়ে রাস্তাঘাট আটকে যানজট তৈরি করা চলবে না।
৪.ফেস্টুন-ব্যানারের আড়ালে লাঠি বা কোনো ধরনের অস্ত্র বহন করা যাবে না।
৫. পুলিশের বেঁধে দেয়া চৌহদ্দির মধ্যেই সমাবেশ সীমিত রাখতে হবে।
৬.মিছিল করে সমাবেশে আসা যাবে না।
 
পুলিশ কমিশনার জানান, আওয়ামী লীগ, বিএনপি ও মুক্তিযোদ্ধা সংসদ সোহরাওয়ার্দী উদ্যানে একই সময়ে সমাবেশের অনুমতি চেয়েছিল। পুলিশ ‘জনরিনাপত্তা ও আইনশৃঙ্খলার স্বার্থে’ কাউকে সেখানে অনুমতি দেয়নি। পরে আওয়ামী লীগ ও বিএনপি যার যার দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি চাওয়ায় পরিস্থিতি যাচাই করে পুলিশের পক্ষ থেকে সমাবেশের এই অনুমতি দেয়া হয় বলে জানান তিনি।