English Version
আপডেট : ৪ জানুয়ারি, ২০১৬ ১২:৪০

ভূমিকম্পে ঢাকায় হেলে পড়েছে ভবন, দেখা দিয়েছে ফাটল

নিজস্ব প্রতিবেদক
ভূমিকম্পে ঢাকায় হেলে পড়েছে ভবন, দেখা দিয়েছে ফাটল

সোমবারে ভোরের ভূমিকম্পে ঢাকার বংশালে একটি ছয় তলা ভবন হেলে পড়েছে। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায় এখানে দুই ভবনের মাঝে চার ইঞ্চির মতো ফাঁকা ছিল। ভূমিকম্পের ফলে একটি অংশ পাশের ভবনে লেগে গেছে। সোমবার সকালে খবর পেয়ে বংশালে মাজেদসরদার রোডের ওই ছয় তলা ভবনে রেসকিউ টিম পাঠানো হয়। তবে এটা বড় কোনো ঝুঁকি নয়। সে কারণে ওই ভবনের বাসিন্দাদের সরানো হয়নি। তারপরও অধিক নিশ্চয়তার জন্য রাজউককে খবর দেওয়া হয়েছে। তাদের প্রকৌশলীরা এসে পরবর্তী পরীক্ষা-নিরীক্ষা করবে। প্রায় তিন বছর আগে নির্মিত ভবনটির প্রতি তলায় ১০টি করে ঘর। ছয় তলা মিলিয়ে মোট ৬০টি পরিবার বসবাস করে বাড়িটিতে।

এছাড়া ভূমিকম্পের ফলে ফাটল দেখা দিয়েছে শাঁখারীবাজার ৬২ নম্বর হোল্ডিংয়ে পুরনো একটি বাসায়। সেখানে ফায়ার সার্ভিসের একটি দলকে মোতায়েন করা হয়েছে। তিন তলা ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হলেও চারটি পরিবার সেখানে বসবাস করে। ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের সেই বাড়ি থেকে সরিয়ে দিয়েছে। এতে গৃহহীন হয়ে পড়েছে দরিদ্র পরিবারগুলি।

ছবিসূত্র : বিডিনিউজ