English Version
আপডেট : ৪ জানুয়ারি, ২০১৬ ১১:৫৩

ভূমিকম্পে সারাদেশে মৃতের সংখ্যা বেড়ে ৩

নিজস্ব প্রতিবেদক
ভূমিকম্পে সারাদেশে মৃতের সংখ্যা বেড়ে ৩

সোমবার ভোরে ভূমিকম্পের সময় আতঙ্কে হুড়োহুড়ি করে বের হতে রাজধানী ঢাকা, রাজশাহী ও লালমনিরহাটে  গিয়ে তিনজন মারা গেছেন। ঢাকায় আহত হয়েছেন প্রায় ৩০ জন। তাঁদের বেশির ভাগই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থী। সিলেটে ৩৫ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।  আজ সোমবার ভোরে সারা দেশে ৬.৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।

ঢাকায় নিহত ব্যক্তির নাম আতিকুর রহমান (২৩)। তাঁর বাড়ি জুরাইন এলাকায়। রাজশাহীতে নিহত ব্যক্তির নাম খলিলুর রহমান। তাঁর বাড়ি শহরের মেহেরচন্ডী এলাকায়। লালমনিরহাটে নিহত ব্যক্তির নাম নুরুল ইসলাম (৫৫)। তাঁর বাড়ি পাটগ্রাম উপজেলার ঘোড়াবাড়ি গ্রামে।

ঢাকায় নিহত আতিকুরের প্রতিবেশী বক্তব্য অনুযায়ী, ভূমিকম্পের সময় প্রায় ১০-১২ জন একসঙ্গে দোতলা থেকে হুড়োহুড়ি করতে নামেন। এ সময় আতিকুর অসুস্থ হয়ে পড়েন। সকাল পৌনে ছয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। নিহত আতিকুর নিজের পড়ালেখার পাশাপাশি টিউশনি করে খরচ চালাতেন বলে জানা গেছে।

রাজশাহীর মেহেরচন্ডী এলাকায় আতঙ্কে ঘর থেকে বের হওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন খলিলুর রহমান নামে এক ব্যক্তি। পরে তিনি সেখানেই মারা যান। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের ডাইনিংয়ের কর্মচারী। নিহত খলিলুরের প্রতিবেশী রাজীব বলেন, তিনি খাট থেকে নেমে জামাকাপড় নিয়ে বের হওয়ার চেষ্টা করছিলেন। এ সময় অসুস্থ হয়ে সেখানেই মারা যান।

লালমনিরহাটে ভূমিকম্পের সময় আতঙ্কগ্রস্ত হয়ে মৃত্যু হয়  নুরুল ইসলাম নামের এক ব্যাক্তির। ঐ সময় তিনি বাড়ির আঙিনায় ছিলেন। আতঙ্কে অসুস্থ হয়ে তাঁর মৃত্যু ঘটে বলে জানা গেছে।

ঢাকায় আতঙ্কে একসঙ্গে ছুটোছুটি করে নামতে গিয়ে আহত হয়েছেন প্রায় ৩০ জন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের একজন দায়িত্বরত কর্মী জানান, আহতদের মধ্যে বেশ কয়েকজন শিক্ষার্থী রয়েছেন। এদের মধ্যে সার্জেন্ট জহুরুল হক হলের এক শিক্ষার্থী পাঁচতলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে আহত হয়েছেন। এছাড়া কবি জসিম উদ্দীন হল এবং মহসিন হলের দোতলা থেকেও পাঁচজনের লাফিয়ে পড়ে আহত হওয়ার খবর পাওয়া গেছে বিভিন্ন সংবাদমাধ্যমে। প্রচন্ড ঝাঁকুনিতে আতঙ্কগ্রস্ত হয়ে কেউ দোতলা থেকে, কেউ তিনতলা থেকে লাফিয়ে, কেউবা সিঁড়ি দিয়ে দৌড়ে নিচে নামার চেষ সময় আহত হয়েছেন। তাঁদের মধ্যে সাতজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, তাঁরা মাথা, হাত-পাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পেয়েছেন। ।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) দপ্তরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎপত্তিস্থল বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্ত সংলগ্ন এলাকা ভারতের মণিপুর রাজ্যের ইম্ফলে। ঢাকা থেকে এর দূরত্ব ৩৫০ কিলোমিটার। আর সিলেট থেকে ১৩৫ কিলোমিটার। তবে কোথাও বড় কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।