English Version
আপডেট : ৪ জানুয়ারি, ২০১৬ ১০:১৪

শীতের ভোরে সারাদেশ কেঁপে উঠল ভূমিকম্পে

শীতের ভোরে সারাদেশ কেঁপে উঠল ভূমিকম্পে

সময় ৫ টা বেজে ৭ মিনিট। শীতের মৌসুমে ভোরের আলো তখনো ফোটেনি। কেউ হয়তো বিছানা ছাড়ার পরিকল্পনা করছে আবার কেউ হয়তো উপভোগ করছে শীতনিদ্রা।  হঠাৎ সবকিছু কাঁপতে শুরু করল। শীতের শান্তু স্নিগ্ধ ভোর পরিণত হল আতঙ্কে !

সোমবার বাংলাদেশ সময় ভোর পাঁচটা সাত মিনিটে রাজধানী ঢাকাসহ সারা দেশ কেঁপে উঠে ভূমিকম্পে। রিখটার স্কেলে এর তীব্রতা ধরা পড়ে ৬ দশমিক ৮। মানুষ আতঙ্কে বাড়িঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। আতঙ্কিত মানুষের ভয়ার্ত চিৎকারে এক ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। অনেকে হুড়মুড়িয়ে বাইরে বেরুতে গিয়ে আহত হন। ভূমিকম্পের উৎপত্তিস্থল বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্ত সংলগ্ন এলাকা ভারতের মণিপুর রাজ্যের ইম্ফলে। ঢাকা থেকে এর দূরত্ব ৩৫০ কিলোমিটার। আর সিলেট থেকে ১৩৫ কিলোমিটার। ভারতের স্থানীয় সময় ভোর চারটা ৩৫ মিনিটে উৎপত্তিস্থল ইম্ফল থেকে ৩০ কিলোমিটার উত্তর-পশ্চিমে তামেনলং –এ ভূমিকম্পটি আঘাত হানে। ভূ-পৃষ্ঠ থেকে সতেরো কিলোমিটার গভীরে কম্পন অনুভূত হয়। মাটির খুব বেশি গভীরে না হওয়ায় কম্পন বেশি অনুভূত হয়েছে। এ ধরনের ভূমিকম্পকে ‘শ্যালো ফোকাস আর্থকোয়াক’ বলা হয়।

ভূমিকম্পে খুব বড় ধরনের ক্ষতি হয়নি কোথাও। রাজধানী ঢাকায় একজন মারা গেছেন। সারা দেশে অন্তত ৫০ জন আহত হয়েছেন। ভারতের মুর্শিদাবাদে হুড়োহুড়িতে এক জনের মৃত্যু হয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে।