English Version
আপডেট : ৩ জানুয়ারি, ২০১৬ ১৪:৫৩

ক্লিনারের পোশাকে ঝাড়ু হাতে রাস্তায় অধিনায়ক মাশরাফি

ক্লিনারের পোশাকে ঝাড়ু হাতে রাস্তায় অধিনায়ক মাশরাফি
ছবিসূত্র : ইন্টারনেট

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ‘ঢাকা ক্লিন : টুয়েন্টি সিক্সটিন’ কর্মসূচি সফল করতে ঝাড়ু হাতে ক্লিনারের পোশাক পরে ঢাকার রাস্তায় পরিচ্ছন্নতার কাজে অংশ নিলেন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি মুর্তজা।

শনিবার পুরান ঢাকার শাঁখারি বাজারে এক সমাবেশ এবং পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নেন তিনি। কর্মসূচীতে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, ডিএসসিসি মেয়র সাঈদ খোকন এবং স্থানীয় কাউন্সিলররা।

মাশরাফি বিন মুর্তজা ঢাকা মহানগরবাসীকে প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টার মধ্যে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান জানান।

ডিএসসিসির মেয়র সাঈদ খোকন বলেন, ‘২০১৬ সালকে পরিচ্ছন্নতা বছর হিসেবে ঘোষণা করা হয়েছে। আমরা আপনাদের কাছে ওয়াদা করেছিলাম, একটি পরিচ্ছন্ন নগরী উপহার দেব। সেই লক্ষ্যে আমরা জোর কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান সন্ধ্যা ৭টার আগে ময়লা ফেলবেন না।

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, প্রধানমন্ত্রীও পুরান ঢাকাকে আধুনিক শহর হিসেবে দেখতে চান। তিনি আমাকে এ ব্যাপারে নানাভাবে উজ্জীবিত করেন। আমাদের ঢাকাকে স্বপ্নের নগরীতে পরিণত করতে হবে। যে কাজ করলে শহর নোংরা হয়, তা করা থেকে বিরত থাকতে হবে।

সমাবেশ শেষে একটি র‌্যালি ঐতিহ্যবাহী শাঁখারি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মাশরাফিও সেই র‌্যালিতে অংশগ্রহণ করেন।