English Version
আপডেট : ৩ জানুয়ারি, ২০১৬ ১০:১৭

র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক
র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে যুবক নিহত
ফাইল ছবি

রাজধানীর রূপনগরে ইস্টার্ন হাউজিং এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব-৪) এর টহল টিমের সাথে বন্দুকযুদ্ধে আল-আমিন (জনি) নামে এক যুবক নিহত হয়েছে। গতকাল শনিবার মধ্যরাতে এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে র‌্যাব-৪ সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে ইস্টার্ন হাউজিং এলাকায় নিহত আল-আমিন জনিকে (৩২) তল্লাশির জন্য থামতে বলা হলে প্রথমে জনি র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পরে র‌্যাবও পাল্টা গুলি চালালে জনি গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। 

র‌্যাব কর্মকর্তা লুৎফুল কবির জানান, আল আমিনের বিরুদ্ধে থানায় হত্যা, ধর্ষণ ও ডাকাতিসহ ১৫টি মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও দুটি গুলি উদ্ধার করা হয়েছে।