English Version
আপডেট : ২ জানুয়ারি, ২০১৬ ১৭:০৫

৮ জানুয়ারি বিশ্ব ইজতেমা শুরু

নিজস্ব প্রতিবেদক
৮ জানুয়ারি বিশ্ব ইজতেমা শুরু

টঙ্গীতে তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হবে ৮ জানুয়ারি শুক্রবার । দ্বিতীয় পর্ব শুরু হবে ১৫ জানুয়ারি। দু’পর্বেই পৃথকভাবে অনুষ্ঠিত হবে আখেরি মোনাজাত। এবারের ইজতেমা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ব্যাপক প্রস্তুতি চলছে।

পবিত্র হজ্বের পর মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম এ ধর্মীয় সমাবেশে দেশ-বিদেশের লাখো লাখো ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন। এবারের দু’পর্বের ছয়দিনের বিশ্ব ইজতেমার প্রথম পর্বের তিনদিনের ইজতেমা ৮ জানুয়ারি শুরু হয়ে আখেরি মোনাজাত হবে ১০ জানুয়ারি। আর দ্বিতীয় পর্বের ইজতেমা ১৫ জানুয়ারি শুরু হয়ে আখেরি মোনাজাত হবে ১৭ জানুয়ারি ।

প্রথম পর্বের তিনদিনের ইজতেমায় বয়ান ও আখেরি মোনাজাত শেষ হওয়ার পর ইজতেমা ময়দানে জমা ময়লা-আবর্জনা অপসারণ এবং অন্যান্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার জন্য চারদিন (১১ থেকে ১৪ জানুয়ারী) বিরতি থাকবে।

৫০তম বিশ্ব ইজতেমার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করতে ইতোমধ্যে ইজতেমা ময়দানে বিশাল প্যান্ডেল নির্মাণের জন্য বাঁশের খুঁটি পুতে চটের ছাউনি দেয়া হয়েছে। বিশ্ব ইজতেমা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আগামী ৪ জানুয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, স্বরাষ্ট্র সচিব ও পুলিশের আইজি একেএম শহীদুল হক পিপিএম সরেজমিনে মাঠ পরিদর্শনে যাবেন বলে জানিয়েছেন গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ।