English Version
আপডেট : ২ জানুয়ারি, ২০১৬ ১৪:০১

রাস্তা ও ফুটপাতের ভিক্ষুক ও ভাসমান পরিবারগুলোকে পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
রাস্তা ও ফুটপাতের ভিক্ষুক ও  ভাসমান পরিবারগুলোকে পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ভিক্ষাবৃত্তি বন্ধ ও ফুটপাতে বসবাসকারীদের পুনর্বাসন করতে সমাজকল্যাণ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার রাজধানীর ওসমানী মিলনায়তনে জাতীয় সমাজসেবা দিবস ও সমাজসেবা সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই নির্দেশ দেন। 

শেখ হাসিনা বলেন, যাদের ঘরবাড়ি নেই তাদের আমরা বিনামূল্যে বানিয়ে দেব, কর্মসংস্থানের ব্যবস্থা করে দেব। কিন্তু কেউ ভিক্ষাবৃত্তি করতে পারবে না। 
সমাজকল্যাণ মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, রাস্তায় ও ফুটপাতে ভিক্ষুক ভাসমান পরিবার দেখা মাত্র তাদের পুনর্বাসন করবেন। তিনি ২০২১ সালের মধ্যে দেশের দরিদ্র মানুষের সংখ্যা ১৪ শতাংশে নামিয়ে আনার পরিকল্পনা নিয়েছে সরকার।

 প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ দরিদ্র থাকবে না। আমরা এজন্য সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে সেভাবে এগোচ্ছি। বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে বিবেচিত হয়।