English Version
আপডেট : ৩০ ডিসেম্বর, ২০১৫ ২৩:৪২

বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে : সিইসি

নিজস্ব প্রতিবেদক
বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে : সিইসি

কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া পৌরসভা নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ। তিনি জানান, নির্বাচনে দায়িত্বে অবহেলার জন্য রিটার্নিং অফিসার ও পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে তাৎক্ষনিক ব্যবস্থা নেয়া হয়েছে। পৌরসভা নির্বাচনের সার্বিক চিত্র নিয়ে সন্ধ্যায় নির্বাচন কমিশন কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমেদ এক সংবাদ সম্মেলন আয়োজন করেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন,  সারাদেশে  সুষ্ঠুভাবে ভোটগ্রহণ হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলা করতে প্রতি কেন্দ্রে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সতর্ক অবস্থানে ছিল।

বিভিন্ন রাজনৈতিক দল থেকে ভোট কারচুপি, কেন্দ্র দখলসহ বিভিন্ন অভিযোগ  পাওয়ার  কথা উল্লেখ করে তিনি বলেন, বেশির ভাগ অভিযোগ এসেছে বিএনপির কাছ থেকে। কমিশন সব রাজনৈতিক দলের অভিযোগ তাৎক্ষণিকভাবে গুরুত্বের সঙ্গে আমলে নিয়ে পদক্ষেপ গ্রহণ করেছে।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, বিভিন্ন অনিয়মের কারনে ৫০টি ভোট কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে । ওইসব কেন্দ্রের জন্য পরবর্তীতে তফসিল ঘোষণা করে পুনরায় ভোট  নেয়া হবে।

বিকেল ৪টায় ভোট গ্রহণ শেষ হওয়ার পর গণনা শেষে ফলাফল প্রকাশ করতে শুরু করেছে নির্বাচন কমিশন। শেষ খবর পাওয়া পর্যন্ত সারাদেশের অধিকাংশ পৌরসভায় আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থীরা নির্বাচিত হয়েছেন বলে ইসি সূত্রে জানা গেছে।