English Version
আপডেট : ৩০ ডিসেম্বর, ২০১৫ ১৬:৪৩

থার্টি ফার্স্ট উপলক্ষে বাংলাদেশে অবস্থানরত নাগরিকদের সতর্ক করলো যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য

নিজস্ব প্রতিবেদক
থার্টি ফার্স্ট উপলক্ষে বাংলাদেশে অবস্থানরত নাগরিকদের সতর্ক করলো যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য

ঢাকায় থার্টি ফার্স্টের অনুষ্ঠানে হামলার আশঙ্কা করা হচ্ছে। এরই জের ধরে বাংলাদেশে থাকা মার্কিন ও ব্রিটিশ নাগরিকদের আগাম সতর্ক করে দিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। গতকাল মঙ্গলবার দুই দেশের পক্ষ থেকে নতুন এই সতর্কতা জারি করা হয়। যুক্তরাষ্ট্রের দূতাবাসের ওয়েবসাইটে বলা হয়েছে, ৩১ ডিসেম্বর বর্ষবরণের অনুষ্ঠানে রাজধানীর অভিজাত হোটেল ও ক্লাবে হামলা হতে পারে।

ঢাকাস্থ মার্কিন দূতাবাসের অফিসিয়াল ওয়েবসাইটে ‘সিকিউরিটি ম্যাসেজ ফর ইউএস সিটিজেনস, সিকিউরিটি থ্রেট ইন বাংলাদেশ’ শিরোনামে সতর্কবার্তাটি আপলোড করা হয়। এদিকে ব্রিটেনের পররাষ্ট্র দফতরের ফরেন ট্রাভেল এডভাইসের সামারি সেকশনে বাংলাদেশ বিষয়ক নতুন নিরাপত্তা বার্তাটি আপলোড করা হয়েছে। সেখানে থার্টি ফার্স্ট নাইটের আয়োজনকে সামনে রেখে আমেরিকার জারি করা ট্রাভেল অ্যালার্ট এবং ডিএমপির নিরাপত্তা ব্যবস্থার বিষয়টিও উল্লেখ করা হয়েছে।

থার্টি ফার্স্ট রাতে ঢাকা শহরের উন্মুক্ত স্থানে জমায়েত, সমাবেশ এবং অনুষ্ঠান আয়োজনে নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়, গুলশান, বনানী ও বারিধারা এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করবে ডিএমপি।

এছাড়া বড় হোটেল, মোটেল, রেস্টুরেন্টে ৩১ ডিসেম্বর সন্ধ্যা থেকে ১ জানুয়ারি ভোর পর্যন্ত ডিএমপির পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। আর উন্মুক্ত স্থানে বর্ষবরণ উদযাপন না করে, প্রয়োজনে ইনডোরে অনুষ্ঠান করার আহ্বান জানানো হয়েছে।