English Version
আপডেট : ৩০ ডিসেম্বর, ২০১৫ ১৫:৪৭

খালেদা জিয়া জরুরি বৈঠক ডেকেছেন

নিজস্ব প্রতিবেদক
খালেদা জিয়া জরুরি বৈঠক ডেকেছেন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দলটির জ্যেষ্ঠ নেতাদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন। পৌরসভা নির্বাচনের বিষয়ে বৈঠকে আলোচনা হবে বলে জানা গেছে। রাজধানীর গুলশানে তার রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবীর খান বলেন, বিভিন্ন সংবাদমাধ্যমে স্থায়ী কমিটির বৈঠকের কথা বলা হচ্ছে, তা ঠিক নয়। দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক করবেন খালেদা জিয়া। আজ বুধবার রাত ৯টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। 

এ ছাড়া আজ বিকেল ৪টায় দেশের ২৩৪টি পৌরসভার নির্বাচন পরিস্থিতি নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলন করবেন বলে জানা গেছে।