English Version
আপডেট : ৩০ ডিসেম্বর, ২০১৫ ১১:৫২

বরগুনায় ভোটকেন্দ্রে সংঘর্ষ, ওসিসহ আহত ৫০

নিজস্ব প্রতিবেদক
বরগুনায় ভোটকেন্দ্রে সংঘর্ষ, ওসিসহ আহত ৫০

বরগুনা পৌরসভা নির্বাচনে একটি কেন্দ্রে উত্তেজিত জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। গগন মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এ সংঘর্ষে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), প্রিসাইডিং কর্মকর্তা, সাংবাদিকসহ আহত হয়েছেন অন্তত ৫০ জন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ বুধবার ভোট গ্রহণ শুরু হওয়ার পরেই সকাল ৯টার দিকে আওয়ামী লীগ প্রার্থী কামরুল আহসান মহারাজের পক্ষে একদল সন্ত্রাসী কেন্দ্রটি দখল করে ভোট কারচুপির চেষ্টা চালায়। এ ঘটনায় সাময়িকভাবে ভোট গ্রহণ স্থগিত করে পুলিশ। এদিকে, ভোট দিতে না পেরে ক্ষিপ্ত হয়ে ওঠেন সাধারণ ভোটাররা। উত্তেজিত জনতা ভোটকেন্দ্র লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে আহত হন সদর থানার ওসি রিয়াজ হোসেন, প্রিসাইডিং কর্মকর্তা মঞ্জুরুল আলম, বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির ক্যামেরাম্যান এস এম সিফাতসহ অন্তত ৫০ জন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে ১০ রাউন্ড গুলি ও টিয়ার শেল ছুড়তে হয়। এ ছাড়া ঘটনাস্থলে বিজিবি, এপিবিএন ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।