English Version
আপডেট : ২৮ ডিসেম্বর, ২০১৫ ০০:০০
চট্টগ্রামেও জঙ্গি আস্তানার সন্ধান

গাজীপুরে জঙ্গি আস্তানায় র‍্যাবের অভিযানে ২ জঙ্গি নিহত

নিজস্ব প্রতিবেদক
গাজীপুরে জঙ্গি আস্তানায় র‍্যাবের অভিযানে ২ জঙ্গি নিহত

মধ্যরাতে গাজীপুরে জঙ্গি আস্তানায় র‍্যাবের অভিযানে দুই জেএমবি সদস্য নিহত হয়েছে। অভিযান শেষে গাজীপুরের ভোগড়া বাইপাসের একটি পরিত্যক্ত বাড়ির জঙ্গি আস্তানা থেকে ৫ রাউণ্ডগুলিসহ পিস্তল একটি বিস্ফোরক,বোমা তৈরির সরঞ্জাম, জিহাদী বই উদ্ধার করা হয়েছে।

অভিযান শেষে ব্রিফিং করেন র‍্যাবের মিডিয়া উয়িং প্রধান মুফতি মাহমুদ। তিনি জানান, গাজীপুরের ভোগড়া এলাকার একটি বাড়িতে জঙ্গিরা অবস্থান করছে- এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। সেসময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে বোমা ছুড়ে মারা হয়।এতে এক র‍্যাব সদস্য আহত হন। জবাবে পালটা গুলি চালায় র‍্যাব। এসময় বাড়িটির ভেতরেও বিস্ফোরণের শব্দ হয়। 

এরপর বাড়িটি ঘিরে ফেলে র‍্যাব। র‍্যাবের বোম-ডিজপোজাল ইউনিট আসার পর জঙ্গিদের ধরতে ওই বাসার ভিতর অভিযান চালানো হয়। সেখান থেকে ২ জঙ্গির মরদেহ উদ্ধার করা হয়। তারা নিষিদ্ধঘোষিত জঙ্গিসংগঠন জেএমবি'র সামরিক শাখার সদস্য বলে ধারণা করছে র‍্যাব। 

গত বৃহস্পতিবার প্রায় ১৪ ঘণ্টা মিরপুরের শাহ আলী থানার একটি বাড়িতে অভিযান চালিয়ে তিন জেএমবি সদস্যকে গ্রেপ্তারের পাশাপাশি ১৬টি ‘হাতে তৈরি গ্রেনেড’ ও বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করে পুলিশ। ভোররাতে সেখানে অভিযানে গেলে প্রথমে পুলিশ সদস্যদের লক্ষ করে বোমা হামলা চালানো হয় বলে গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছিলেন।

জেএমবির আস্তানার সন্ধান পাওয়ার কথা জানিয়ে শনিবার গভীর রাতে চট্টগ্রামের হাটহাজারির একটি বাসায় অভিযান শুরু করে পুলিশ। ভোর পর্যন্ত অভিযান চালিয়ে সেখান থেকে স্নাইপার রাইফেল, বিস্ফোরক, গুলি ও সেনাবাহিনীর পোশাক উদ্ধার করা হয়েছে।