English Version
আপডেট : ২০ ডিসেম্বর, ২০১৫ ১০:০৫

শাহজালাল বিমান বন্দরে আগুন

টিডিপি ডেস্ক
শাহজালাল বিমান বন্দরে আগুন

হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরের ওসি ইমিগ্রেশনের কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়ননি বলে প্রাথমিকভাবে জানা গেছে।  (২০ ডিসেম্বর) রোববার সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  ঘটনার সত্যতা নিশ্চিত করে এয়ারফোর্স আমর্ড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুর্শিদ জাহান সাংবাদিকদের বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বিমানবন্দরের ওসি ইমিগ্রেশনের কক্ষে আগুন লাগে। পরে বিমানবন্দরের আভ্যন্তরীন অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে তা নিয়ন্ত্রণ করা হয়।  আগুন লাগার স্বল্প সময়ের মধ্যেই নেভানো সম্ভব হয়েছে বলে জানান তিনি। এ ঘটনায় কেউ হতাহত হননি।  বিডিটাইমস৩৬৫ডটকম/এআর