English Version
আপডেট : ১৭ ডিসেম্বর, ২০১৫ ১২:২৪

নারায়ণগঞ্জের আড়াই হাজারে নিখোঁজ স্কুল ছাত্রের লাশ উদ্ধার

টিডিপি ডেস্ক
নারায়ণগঞ্জের আড়াই হাজারে 
নিখোঁজ স্কুল ছাত্রের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের আড়াই হাজারে নিখোঁজ হওয়ার ছয়দিন পর স্কুল ছাত্র ইসমাইল হোসেন রিয়াদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার বিকেলে উপজেলার ইট ভাটি এলাকার একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

রিয়াদের মা রেখা আক্তার জানান, শুক্রবার ভোরে রিয়াদ মক্তবে পড়তে যায়। এরপর থেকেই তার খোঁজ পাওয়া যাচ্ছিলনা।

গত সোমবার রিয়াদের বাবা আড়াইহাজার থানায় একটি সাধারণ ডায়েরি করেন। আড়াই হাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাখাওয়াত হোসেন জানান, রিয়াদকে অপহরণের পর হত্যা করা হয়েছে বলে তারা প্রাথমিকভাবে ধারণা করছেন।

 

বিডিটাইমস৩৬৫ডটকম/এসআর