English Version
আপডেট : ১৪ ডিসেম্বর, ২০১৫ ২২:৩৩

ঈশ্বরদী-পাবনা-ঢালারচর রেল চালু হবে!

টিডিপি ডেস্ক
ঈশ্বরদী-পাবনা-ঢালারচর রেল চালু হবে!

ঈশ্বরদী থেকে পাবনা হয়ে ঢালারচর পর্যন্ত ৭৮ দশমিক ৮০ কিলোমিটার নতুন রেলপথ নির্মানের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এতে ব্যয় হবে ৫৫৯ কোটি ২৬ লাখ টাকা। আগামী ২৭ মাসের মধ্যে নির্মাণ কাজ শেষ করার পরিকল্পনা করা হয়েছে। প্রকল্প বাস্তবায়ন হলে পাবনা জেলা শহর রেল নেটওয়ার্কের আওতায় আসবে। গতকাল সোমবার বিকেলে রাজধানীর রেলভবনে রেল কর্তৃপক্ষের সঙ্গে ঠিকাদারী প্রতিষ্ঠান মীর আক্তার র‌্যাংকেন এর সঙ্গে চুক্তি স্বাক্ষর হয়েছে। রেলওয়ের পক্ষে মহাব্যবস্থাপক (পশ্চিম) খায়রুল আলম ও ঠিকাদারী প্রতিষ্ঠানের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মীর নাসির চুক্তিপত্রে স্বাক্ষর করেন। রেলপথ মন্ত্রনালয় সুত্রে জানা গেছে, আওয়ামীলীগ সরকারের আমলে ১৯৭২ সালে ঈশ্বরদী থেকে পাবনা হয়ে নগরবাড়ি পর্যন্ত নতুন ব্রডগেজ রেলপথ নির্মাণের কাজ হাতে নেওয়া হয়েছিল। মাঝগ্রাম থেকে পাবনা পর্যন্ত জমি অধিগ্রহণের কাজও শুরু হয়েছিল সেসময়ে। কিন্তু ১৯৭৫ সালে রাজনৈতিক পটপরিবর্তনের পর প্রকল্পের কাজ বন্ধ হয়ে যায়। প্রকল্পের প্রস্তাব থেকে জানা গেছে, মুল রেলপথে ১১টি বড় সেতু, ১০৬টি ছোট সেতু, ৫০টি লেভেল ক্রসিং গেট, ১১টি রেলস্টেশন নির্মাণ করা হবে।