English Version
আপডেট : ১৩ ডিসেম্বর, ২০১৫ ১১:০২

ট্রাক চাপায় ঝরে গেলো আরেকজন সাংবাদিকের প্রাণ

টিডিপি ডেস্ক
ট্রাক চাপায় ঝরে গেলো আরেকজন সাংবাদিকের প্রাণ

রাজধানীর কাকরাইলে ট্রাকের ধাক্কায় দৈনিক কালেরকণ্ঠের সাবেক উপ সম্পাদক আব্দুল্লাহ-আল ফারুক (৫০) নিহত হয়েছেন।

শনিবার (১৩ ডিসেম্বর) রাত ১টার দিকে কাকরাইল মোড়ে রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পরে রাজধানীর একটি প্রাইভেট হাসপাতালে তার মৃত্যু হয়। পরিবার সূত্রে জানা যায়, রাতে আনোয়ার হোসেন নামে একজন সিএনজিচালিত অটোরিকশা চালক গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে স্বজনরা তাকে স্কয়ার হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সাংবাদিক ফারুক পাবনা জেলার সাথিয়া উপজেলার বাসিন্দা। বর্তমানে তিনি মোহাম্মাদপুর তাজমহল রোডে পরিবার নিয়ে থাকতেন। সাংবাদিক আব্দুল্লাহ আল ফারুক কালেরকণ্ঠ, যুগান্তরসহ বিভিন্ন পত্রিকায় দায়িত্ব পালন করেছেন। সবশের্ষ আজকের পত্রিকায় ছিলেন তিনি। আর দু’বছর আগে কালেরকণ্ঠের প্রধান প্রতিবেদক হিসেবে কাজ করেছেন।

বিডিটাইমস৩৬৫ডটকম/এআর