English Version
আপডেট : ৮ ডিসেম্বর, ২০১৫ ১১:০৫

একাত্তরের এই দিনে

অনলাইন ডেস্ক
একাত্তরের এই দিনে

আজ আট ডিসেম্বর। ১৯৭১ সালের এই দিনে দেশের কয়েকটি জেলা বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে হানাদার মুক্ত হয়। এর মধ্য দিয়ে চূড়ান্ত বিজয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যায় মুক্তিবাহিনী।

এদিনে শত্রুমুক্ত হয় গাইবান্ধার পলাশবাড়ি, পটুয়াখালী, পিরোজপুর, খাগড়াছড়ির রামগড় এলাকা। এই অঞ্চলগুলোতে এই দিন উড়ানো হয় স্বাধীন বাংলার লাল-সবুজের পতাকা।

এছাড়া হানাদারমুক্ত হয় চাঁদপুর, মৌলভীবাজার, ঝালকাঠি সদর ও নলছিটি উপজেলা ।

দিবসটি উপলক্ষে এসব এলাকায় জাতীয় পতাকা উত্তোলন, বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন, শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন সহ নানা কর্ম সূচির আয়োজন করা হয়েছে।

বিডিটাইমস৩৬৫ডটকম/এআর