English Version
আপডেট : ৫ ডিসেম্বর, ২০১৫ ১৫:১৫

ডেমরায় আ. লীগ নেতার গলাকাটা লাশ

অনলাইন ডেস্ক
ডেমরায় আ. লীগ নেতার গলাকাটা লাশ

রাজধানীর ডেমরার সানারপাড় এলাকায় এক ওয়ার্ড আওয়ামী লীগ নেতার গলাকাটা লাশ উদ্ধার হয়েছে।

নিহত এনামুল হক গিয়াস (৫০) সারুলিয়ার আট নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে পশ্চিম সানারপাড় চৌরাস্তার পাশের একটি পরিত্যক্ত জায়গা থেকে এনামুলের লাশ উদ্ধার করা হয় বলে ডেমরা থানার এসআই আশীষ কুমার দে জানিয়েছেন।

এনামুলের পরনে খয়েরি রংয়ের শার্ট ও প্যান্ট ছিলো বলে জানিয়েছে পুলিশ।

ঘটনাস্থল থেকে ২০০ গজ দূরেই এনামুলের বাসা বলে জানান এসআই আশীষ।

বিডিটাইমস ৩৬৫ টিকম/একে