English Version
আপডেট : ৪ ডিসেম্বর, ২০১৫ ১৩:১১

র‌্যাবের অভিযানে পাকিস্তানি নাগরিকসহ আটক ৬

অনলাইন ডেস্ক
র‌্যাবের অভিযানে পাকিস্তানি নাগরিকসহ আটক ৬

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ‘বিপুল পরিমাণ’ জাল মুদ্রা ও পাসপোর্টসহ ছয়জনকে আটক করেছে র‌্যাব। এদের মধ্যে একজন পাকিস্তানি নাগরিকও রয়েছেন।  

র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান জানান, বৃহস্পতিবার রাত থেকে বিভিন্ন সময়ে তাদের গ্রেপ্তার করা হয়।   “তাদের কাছ থেকে এক কোটি রুপি মূল্যমানের ভারতীয় জাল নোট, ছয় লাখ ২৪ হাজার টাকা মূল্যমানের বাংলাদেশি মুদ্রা ও বিপুল পরিমাণ দিরহাম ও সৌদি রিয়াল পাওয়া গেছে।”   এছাড়া ২১টি মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট ও ভুয়া সিল উদ্ধার করা হয়েছে, যা মানব পাচারে ব্যবহার করার পরিকল্পনা ছিল বলে র‌্যাবের সন্দেহ।   শুক্রবার সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলেও জানান মুফতি মাহমুদ ।

বিডিটাইমস৩৬৫ডটকম/একে/জেডএম