English Version
আপডেট : ১ ডিসেম্বর, ২০১৫ ১১:০৬

সারা বিশ্বের চূড়ায় চূড়ায় বাংলার পতাকা উড়িয়ে এলেন ওয়াসফিয়া

নিজস্ব প্রতিবেদক
সারা বিশ্বের চূড়ায় চূড়ায় বাংলার পতাকা উড়িয়ে এলেন ওয়াসফিয়া

বিজয়ের মাসের প্রথম প্রহরে বিজয়ী হয়েই দেশে ফিরলেন ওয়াসফিয়া নাজরীন। ন্যাশনাল জিওগ্রাফি’র ২০১৪ সালের অন্যতম বর্ষসেরা অভিযাত্রীর খেতাব পেয়েছিলেন তিনি। আজ ভোরে হজরত শাহজালাল বিমানবন্দরে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

গত ১৮ নভেম্বর ইন্দোনেশিয়ার কারস্তেনস পর্বতমালায় ৪ হাজার ৮৮৪ মিটার উঁচু কারস্তেনস পিরামিড জয় করার পর ওয়াসফিয়া ফেইসবুকে লিখেছিলেন, তিনি দেশে ফিরতে উদগ্রীব। ইন্দোনেশিয়ার পাপুয়া প্রোভিন্সে কারস্তেনস পর্বতমালার এই শৃঙ্গটি স্থানীয়ভাবে পুঞ্চাক জায়া নামেও পরিচিত।

২০১২ সালের ৯ জুন দ্বিতীয় বাংলাদেশি নারী হিসেবে এভারেস্ট চূড়ায় উঠেন ওয়াসফিয়া নাজরীন। এর আগের বছরই সাত শৃঙ্গ জয় করার ঘোষণা দেন তিনি। এরপর একে একে জয় করেন আফ্রিকার কিলিমানজারো, দক্ষিণ আমেরিকার আকোনকাগুয়া, অ্যান্টার্কটিকার ভিনসন ম্যাসিফ, ইউরোপের মাউন্ট এলব্রুস এবং উত্তর আমেরিকার ডেনালি চূড়া। আর এবার কারস্তেনস পিরামিড জয়ের মধ্য দিয়ে ওয়াসফিয়ার ‘সেভেন সামিটস’ পূর্ণ হল।

‘দুঃসাহসী অভিযানের মাধ্যমে নারীর ক্ষমতায়নে নিজের অঙ্গীকার ও কর্মতৎপরতার জন্য’ ওয়াসফিয়াকে ২০১৪ সালের অন্যতম বর্ষসেরা অভিযাত্রীর খেতাব দিয়েছিল ন্যাশনাল জিওগ্রাফি।

বিডিটাইমস৩৬৫ডটকম/এআর/জেডজেড