English Version
আপডেট : ২৮ জানুয়ারি, ২০১৮ ১০:১৮

বিমানে ওঠার অগে যা অবশ্যই মেনে চলবেন!

অনলাইন ডেস্ক
বিমানে ওঠার অগে যা অবশ্যই মেনে চলবেন!

বিমানে ওঠার অগে এমন পোশাক নির্বাচন করা উচিত যা পরে আপনি স্বাচ্ছন্দ্য অনুভব করবেন এবং একই সঙ্গে সুরক্ষিত থাকবেন। চলুন জেনে নেওয়া যাক বিমানে উঠার সময় কেমন পোশাক পড়ে উঠবেন না সেই নিয়েই কয়েকটা টিপস-

১)সুগন্ধীঃ বিমান একটা ছোট প্যাকড জায়গা। তাই এই সময় আপনার আশপাশের প্যাসেঞ্জারদের কথা মাথায় রেখে তীব্র গন্ধ না লাগানোই ভালো। সমীক্ষা করে দেখা গেছে বিমানে অনেকেই পারফিউমের গন্ধ সহ্য করতে পারেন না। এছাড়াও বিমানে এমন অনেক যাত্রী আছেন যাদের অ্যালার্জি আছে বা হাঁপানি আছে।

২)টাইট পোশাকঃ বিমানে চড়ার সময় টাইট পোশাক এড়িয়ে চলুন। বিশেষত আপনার ফ্লাইট যদি চার ঘন্টার বেশি হয় তখন। দূরের ফ্লাইটের যাত্রীদের ‘ডিপ ভেন থ্রোমবোসিস’হওয়ার সম্ভাবনা থাকে। এমনটা হলে শিরায় রক্ত জমাট বেঁধে যায়। এটা বেশিরভাগ ক্ষেত্রে পা-এ হয়। এমনটা যাতে না হয় তাই টাইট পোশাক‚ জিন্স‚ মোজা একদম এড়িয়ে চলুন।

৩)এমন পোশাক যা সহজেই খোলা যায়ঃ বিমনের টয়লেট আকারে অনেক ছোট হয়। তাই জাম্পশ্যুটের মতো পোশাক এড়িয়ে চলুন। এছাড়াও যে সব পোশাকে অসংখ্য বোতাম আছে বা জিপার আছে সেইসব পোশাকও এড়িয়ে চলার চেষ্টা করুন।

৪)মেটাল যুক্ত পোশাক ও গয়নাঃ পোশাকে‚ জুয়েলারি বা জুতোতে যদি মেটাল থাকে তাহলে সিকিউরিটি চেক ইনের সময় কিন্তু বিপদে পড়তে পারেন। এর ফলে আপনার দেরীও হয়ে যেতে পারে।

৫)শর্ট ড্রেস‚ সামার ড্রেসঃ হয়তো আপনি এমন জায়গায় যাচ্ছেন যেখানকার তাপমাত্র বেশ উচ্চ। বিমানের মধ্যে কিন্তু তাপমাত্র একদম কমিয়ে রাখা হয়। ফলে খানিক্ষণ পরেই আপনার ঠান্ডা লাগবে। পারলে একটা হালকা জ্যাকেট সঙ্গে রাখার চেষ্টা করুন।

৬)কনট্যাক্ট লেন্সঃ বিমানের মধ্যে অ্যাভারেজ আর্দ্রতা ২০% অবধি নেমে যেতে পারে। এর ফলে আপনার লেন্স কিন্তু ড্রাই হয়ে আপনার চোখের মধ্যে ইরিটেশনের সৃষ্টি করতে পারে। অল্প সময়ের ফ্লাইট ঠিক আছে কিন্তু যদি অনেকক্ষণ বিমানে থাকতে হয় তাহলে সেই ক্ষেত্রে চশমা পরাই ভালো।

৭)হাই হিলের জুতোঃ হিল জুতোর তলায় মেটাল বেস থাকে।এর ফলে সিকিউরিটি চেক ইন-এর সময় আপনাকে আটকানো হবে। এছাড়াও বেশিক্ষণ হিল জুতো পরে থাকলে পা ফুলে যেতে পারে বা কোমরে ব্যথাও হতে পারে।

৮)আপত্তিকর পোশাকঃ এমন বহু যাত্রীকে প্লেনে উঠতে দেওয়া হয়নি তাদের পোশাকের জন্য। বিভিন্ন কারণ হতে পারে‚ ক্লিভেজ বের করা পোশাক‚ লো কাট ড্রেস‚ স্যাগি প্যান্ট‚ শর্ট ড্রেস‚ অফেনসিভ টি শার্ট‚ খালি পা এবং লেগিংসের কারণে। তাই পোশাক নির্বাচন করার সময় এমন পোশাক নির্বাচন করুন যা পরার পর আপনি বা অন্য যাত্রীরা অস্বস্তির মধ্যে পড়বে না।