English Version
আপডেট : ১৩ জানুয়ারি, ২০১৮ ১৮:১২

নতুন কনডমের উপকারিতা জানলে আঁতকে উঠবেন!

অনলাইন ডেস্ক
নতুন কনডমের উপকারিতা জানলে আঁতকে উঠবেন!

বাঁচতে হলে শিখতে হবে, শিখতে হলে জানতে হবে। অন্যকিছু নয়, যৌনতা আর নিরাপত্তা নিয়ে জানার কথা বলা হয়েছে। শারীরিক সম্পর্ক তৈরির সময় সংক্রমিত রোগের হাত থেকে বাঁচতে এবার নয়া কন্ডোম তৈরি করা হয়েছে৷ এই কন্ডোম ব্যবহার করলে অন্ডোকোষও কভার করা যাবে৷ এতে যৌন রোগ সংক্রমণের থেকে সুরক্ষা মিলবে৷

আমেরিকার দুই ব্যক্তি মিলিত ভাবে এই বিশেষ কন্ডোম তৈরি করেছেন৷ এই কন্ডোমটিকে অন্তর্বাসের পর ব্যবহার করা যেতে পারে৷ স্ক্র্যাটেল কন্ডোম পুরুষের অন্ডোকোষকেো ঢেকে রাখবে৷ তবে এই কন্ডোমের সঙ্গে সাধারণ কন্ডোমও ব্যবহার করা যাবে৷

কন্ডোম প্রস্তুতকারী কোম্পানি জানিয়েছে, যদি আপনার সঙ্গীর ত্বকে দাদ, ফুসকুচি বা ৭তা থাকা সত্ত্বেও আপনি তার সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হন হতে এথেকে রোগের সংক্রমণ হতে পারে৷ আমেরিকায় ৫০ শতাংশ লোক জীবনে কোনও না কোনও সময়ে এই ধরণের রোগের শিকার হন৷