English Version
আপডেট : ১০ ডিসেম্বর, ২০১৭ ১৫:২৫

মাইক্রোওয়েভে মাথা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন যুবক!

অনলাইন ডেস্ক
মাইক্রোওয়েভে মাথা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন যুবক!

ব্রিটেনে দুই বন্ধু মিলে এক অদ্ভুত ঘটনা ঘটিয়েছে। এক বন্ধুর মাথাটা সিমেন্ট দিয়ে মুড়ে ফেলে আরেক বন্ধু। তারপর কাঁচা সিমেন্টকে জমিয়ে শক্ত করতে মাথাটি ঢুকিয়ে দেওয়া হয়েছে মাইক্রোওয়েভে! কারো মাথায় সিমেন্টের প্লাস্টার করলে একজন সুস্থ-স্বাভাবিক মানুষের ঠিক কী হাল হতে পারে- তা সবাই জানি। কিন্তু এই প্র্যাঙ্কস্টার এবং তাঁর বন্ধু হয়তো সে বিষয়ে অবগত ছিলেন না। তাই নিশ্চিন্তেই এই কাণ্ড ঘটাচ্ছিলেন। কিন্তু তাতে যে লঙ্কাকাণ্ড বাধবে, তা ভাবতেও পারেননি। সাত ব্যাগ ভরতি সিমেন্টের মিশ্রণ বন্ধুর মাথায় ঢালেন। উদ্দেশ্য? মুখের ছাঁচ বানিয়ে সেই ভিডিও ইউটিউবে পোস্ট করে মানুষের মনোরঞ্জন করা। ইউটিউবে এমন নানা প্র্যাঙ্ক ভিডিও আগেও পোস্ট করেছেন তাঁরা।  

সিমেন্টে মোড়া মাথাটি মাইক্রোওয়েভে ভরে দেন জমাট বাঁধার জন্য। কিন্তু তা এমনভাবে জমাট বাঁধল যে মাইক্রোওয়েভ থেকে মাথা টেনে আর বেরই করা গেল না। ২২ বছরের প্র্যাঙ্কস্টার তো তখন দিশেহারা। ভাগ্য ভালো যে মাইক্রোওয়েভটিতে বিদ্যুৎ সংযোগ করেননি তাঁরা। নাহলে কী হতে পারত, তা ভেবেও শিউরে উঠতে হয়! যাক এটুকু বুদ্ধির জন্য অন্তত শেষরক্ষা হল। তবে নিজেরা নিজেদের রক্ষা করতে পারেননি। পরিস্থিতি শোচনীয় দেখে বন্ধুর আটকে যাওয়া মাথা উদ্ধার করতে এমার্জেন্সি নম্বরে ফোন করে দমকল বাহিনীকে খবর দেন যুবক। পাঁচজন দমকলকর্মীর ঘণ্টাখানেকের চেষ্টায় অবশেষে মাইক্রোওয়েভ থেকে মুক্তি হয় প্র্যাঙ্কস্টারের মাথা।   সিমেন্ট ব্যবহার করে হাত বা পায়ের ছাঁচ বানিয়ে শৌখিন শো-পিস তৈরির ভিডিও ইদানীং সোশ্যাল মিডিয়ায় ঘুরতে দেখা যায়। নেটদুনিয়ায় বিখ্যাত হতে তাই এই প্র্যাঙ্কস্টাররা এমনই আরো একটি প্রয়াস নিয়েছিল। যা শেষমেশ বিভীষিকায় পরিণত হল। এতে অবশ্য তাঁদের উৎসাহ কমল কিনা বা উচিত শিক্ষা হল কিনা বলা যাচ্ছে না। কারণ যেভাবে মাথা আটকে যাওয়ার ছবিগুলি ভাইরাল হয়েছে, সেটাই হয়তো নতুন কাজের এনার্জি দেবে তাঁদের। সংবাদ প্রতিদিন।