English Version
আপডেট : ১৯ অক্টোবর, ২০১৭ ০৭:১৭

মানবদেহের সবচেয়ে নোংরা স্থান কোনটি?

অনলাইন ডেস্ক
মানবদেহের সবচেয়ে নোংরা স্থান কোনটি?

নাভির মাধ্যমেই মায়ের সঙ্গে মানুষের সম্পর্ক। ভ্রূণের জন্ম মুহূর্তে মায়ের সঙ্গে সন্তানের সংযোগ তৈরি হয়। কিন্তু সেই নাভির সম্পর্কে কতটুকু জানি আমরা? নাভি কাঁটা শেষ আর সব শেষ? তা কিন্তু নয়। নাভি আসলে শরীরের একটি ক্ষত। চিকিৎসকরা শিশুর জন্মের সময় মায়ের শরীরের থেকে সন্তানকে আলাদা করেন। তাতেই তৈরি হয় এই ক্ষত। নিজের দেহে থাকলেও আমরা অনেকে এটা খেয়ালও করি না। আসুন তাহলে যেনে নেই নাভি সম্পর্কে কিছু অজানা তথ্য।

১. নাভি শরীরে সবথেকে নোংরা এলাকা। একটি গবেষণায় দেখা গেছে, ৬৭ রকমের ব্যাকটেরিয়া থাকে নাভিতে।

২. পোশাকের কারণ নাভি নোংরা হয়। কারণ, সেখানে জামা কাপড়ের রোঁয়া লেগে যায়।

৩. নাভি কুণ্ডলী সাধারণত ভিতরের দিকেই থাকে। মাত্র ৪ শতাংশ মানুষের নাভি কুণ্ডলী বাইরের দিকে।

৪. বিশেষত মেয়েদের নাভি উত্তেজনার সিম্বল। তাই প্রতি বছর বিশ্বের প্রায় ২ লক্ষ মানুষ নাভি কুণ্ডলীকে প্লাস্টিক সার্জারি করে বাইরে থেকে ভিতর দিকে ঢোকান।

৫. গবেষকরা মনে করেন নাভি যে স্থানে থাকে তার উপরেই মানুষের সাঁতার কাটা বা দৌড়নো নির্ভর করে।

৬. বলা হয়, আদম ও ইভের নাভি ছিল না। কারণ তারা তো মাতৃজঠরে জন্মাননি।