English Version
আপডেট : ১৭ অক্টোবর, ২০১৭ ১৬:১০

নেশাখোরকে ছোবল দিয়ে প্রাণ গেল গোখরার

অনলাইন ডেস্ক
নেশাখোরকে ছোবল দিয়ে প্রাণ গেল গোখরার

ভারতের বিহারে থাকেন লালন সিংহ।  অভাব অনটনের মধ্য দিয়ে কোনো রকমে চলে তার সংসার।  তবে তার একটি বাজে অভ্যাস ছিল। যখনই সময় পেতেন তখনই মদ খেয়ে মাতাল হয়ে পড়ে থাকতেন।  এ কারণে এলাকায় তিনি নেশাখোর নামে পরিচিত।

সম্প্রতি বিহারে মদ নিষিদ্ধ ঘোষিত হবার পর বেশ বিপাকে পড়েন লালন সিংহ।  যাদের বেশি টাকা আছে তারা কোনো না কোনোভাবে মদ জোগাড় করলেও লালনের পক্ষে তা সম্ভব ছিল না।  কিছুদিন একটি ট্যাবলেটও খান শুধু নেশা হবার জন্য।  কিন্তু সেই ট্যাবলেটও খাওয়া তার পক্ষে সম্ভব হচ্ছিল না।  এতে করে নেশা করতে না পেরে এক রকম মরেই যাচ্ছিলেন তিনি। 

পরে পরিচিত নেশাখোরদের সাথে পরামর্শ করে একটি গোখরা সাপ পালন করতে শুরু করেন লালন। বাড়ির কাছে একটি প্লাস্টিকের কৌটায় সাপটিকে রাখতেন।

গোখরা সাপের কামড়ে সাধারণত বাঁচার সম্ভাবনা থাকে না।  কিন্তু নেশার তাগিদ মেটানোর জন্য লালন নিজ থেকে নিয়মিত গোখরা সাপের কামড় খেতেন। গোখরা সাপের বিষে একধরনের নেশা হত তার শরীরে। এ কারণে নিজেই গোখরা সাপটি লালন পালন করতেন।

সাপটিকে তিনি মাঝে মাঝে এক দুটি ব্যাঙ খেতে দিতেন। যখনই নেশা করা দরকার তখন কৌটায় আঙুল ঢুকিয়ে দিতেন।  লালন সিংহের মতে, সাপটির একটি কামড়েই এক বোতল বিদেশি মদের মতো নেশা হত তার।

তাকে বেহুঁশ হয়ে পড়ে থাকতে দেখে ঘরের লোকেরা ভাবতেন বোধহয় লালন সিংহ কোনো না কোনো জায়গা থেকে নেশা করে এসেছে।  

এভাবেই চলছিল অনেকদিন। কিন্তু হঠাৎ একদিন সাপের কামড় খেয়েই তাল সামলাতে না পেরে অসুস্থ হয়ে যান লালন। পরিবারের লোকেরা তাকে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা তাকে দেখে অবাক হন। এতদিন ধরে গোখরার কামড় খেয়েও তার কিছু হয়নি।

জ্ঞান ফেরার পর সাপের বিষে নেশার এই অভিনব গল্প শুনে পরিবারের লোকজন বাড়ি ফিরে মেরে ফেললেন সাপটিকে। নেশাখোরের উপকার করতে গিয়ে শেষমেষ প্রাণ হারাতে হল সাপকে।