English Version
আপডেট : ৮ অক্টোবর, ২০১৭ ১০:২৪

চলন্ত গাড়িকে কুকুর ধাওয়া করে কেন?

অনলাইন ডেস্ক
চলন্ত গাড়িকে কুকুর ধাওয়া করে কেন?

এর পিছনে মূলত দু’টো কারণ রয়েছে বলে মনে করা হয়। এবং সেই দু’টি কারণই আমাদের কমবেশি জানা!

চলন্ত গাড়ির পিছনে কুকুরকে ধাওয়া করতে দেছেছেন নিশ্চয়ই। জোরে ডাকতে ডাকতে অনেক সময়েই চলন্ত গাড়িক তাড়া করে রাস্তার সারমেয়রা। কিন্তু কেন তারা এমন করে জানেন?

এর পিছনে মূলত দু’টো কারণ রয়েছে বলে মনে করা হয়। প্রথমত, কুকুররা গাড়ির চাকায় প্রস্রাব করে নিজেদের এলাকা চিহ্নিত করে। ফলে অনেক গাড়িতেই বিভিন্ন কুকুরের প্রস্রাবের গন্ধ লেগে থাকে। সেই গন্ধ যখন অন্য কোনও কুকুরের নাকে যায়, তারা ভাবে তাদের এলাকায় বাইরে থেকে কোনও কুকুর ঢুকে পড়েছে। সেই ভাবনা থেকেই যে গাড়ির চাকা থেকে অন্য কুকুরের প্রস্রাবের গন্ধ পায়, সেই গাড়িটিকেই তাড়া করে সারমেয়রা।

আর একটি মত হল, চলন্ত বা ধাবমান কিছুকে ধাওয়া করা কুকুরদের স্বাভাবিক প্রবৃত্তির মধ্যে পড়ে। যেমন শিশুরা দৌড়লে বা সারমেয়দের দিকে বল বা ফ্লাইং সসারের মতো জিনিস ছুঁড়ে দিলে সেদিকে ছুটে যায় সারমেয়রা। সেই প্রবণতা থেকেও চলন্ত গাড়ির পিছনে অনেক সময়ে ছুটে যায় সারমেয়রা।