English Version
আপডেট : ১০ আগস্ট, ২০১৭ ০৫:৪৮

১০ বছর পর পেট থেকে বেরল দাঁতের ব্রেসের একাংশ! তারপর...

অনলাইন ডেস্ক
১০ বছর পর পেট থেকে বেরল দাঁতের ব্রেসের একাংশ! তারপর...

পশ্চিম অস্ট্রেলিয়ার নেডল্যান্ডসের বাসিন্দা ৩০ বছরের এক মহিলা পেটে প্রবল ব্যথা নিয়ে চিকিৎসকের কাছে এসেছিলেন। কিন্তু তার পাকস্থলী থেকে যা উদ্ধার হয়, তা দেখে একেবারে হতবাক হয়ে গিয়েছেন চিকিৎসকরাও।

প্রথম থেকেই ওই মহিলার শারীরিক অবস্থা দেখে সন্দেহ জেগেছিল স্যার চার্লস গার্ডনার হসপিটালের চিকিৎসকদের। সাধারণের থেকে হৃদপিণ্ডের গতিও অনেকটাই বেশি ছিল তাঁর। পেটের মেমব্রেন ফুলে গিয়েছিল। কিন্তু যকৃৎ বা গলব্লাডারের কোনও অস্বাভাবিকতা দেখা যায়নি। শেষ পর্যন্ত পেটের সিটি স্ক্যানে ধরা পড়ে অস্বাভাবিকতা। দেখা যায় একটি সরু তারের মতো বস্তু রয়েছে ক্ষুদ্রান্তে।

চিকিৎসকরা জানান, ওই তারটি আসলে একটি দাঁতের ব্রেসের তার। যা প্রায় আড়াই ইঞ্চি লম্বা। ওই মহিলা জানিয়েছেন, দশ বছর আগে দাঁতের ব্রেস ব্যবহার করতেন তিনি।

যা কোনও ভাবে পেটে গিয়ে ক্ষুদ্রান্তের মধ্যে দু’টি প্যাচ তৈরি করেছিল। তবে কী ভাবে ওই তার, তাঁর পেটের মধ্যে গেল তা বলতে পারেননি ওই মহিলা। অবশেষে অস্ত্রোপচার করে ওই মহিলার পেট থেকে ওই তারটি বের করা হয়।