English Version
আপডেট : ১০ আগস্ট, ২০১৭ ০৫:৩৭

ইট, পাথর, মাটির ঢেলা, পেট পুরে খায় তিন বেলা! (দেখুন ভিডিও)

অনলাইন ডেস্ক
ইট, পাথর, মাটির ঢেলা, পেট পুরে খায় তিন বেলা! (দেখুন ভিডিও)

পোড়া ইট ই হচ্ছে তার দৈনন্দিন জীবনের প্রিয় খাবার।পোলাউ-মাংস দিলে যতটা না খুশি হন তার চেয়ে বেশি খুশি হন এক থালা ইট, পাথর, মাটির ঢেলা দিলে। তিনি দিব্যি থালা ভর্তি ইট খেয়ে তৃপ্তির ঢেকুড় তোলেন। আর দুপুরের টানা ঘুমটাও দেন।   এই অদ্ভূত স্বভাবের মানুষটির বাস ভারতের কর্নাটক রাজ্যের এক প্রত্যন্ত গ্রামে। নিম্ন মধ্যবিত্ত পরিবারে তার জন্ম। আয় খুব সামান্যই। কোনো রকমে চলে যায় পাক্কিরাপ্পার সংসার। তবে পাক্কিরাপ্পার পেটে অন্ন না জুটলেও চলে। সারাদিন আর কিছু না হোক মাটি, পাথর পেলেই সে খুশি। তাতে তার শরীরও অসুস্থ হয় না। বাড়ির লোক বারণ করলেও এই অভ্যাস ছাড়তে পারেননি তিনি।   ‘মানুষ অভ্যাসের দাস’কথাটি পাক্কিরাপ্পার বেলায় অক্ষরে অক্ষরে মেলে। কারণ ১০ বছর বয়স থেকে ইট-পাথর খাচ্ছেন তিনি। তাই এখন অভ্যস্ত হয়ে গেছেন। বলেন, ‘আমার এ সব খেতে ভালো লাগে তাই খাই। আমার মা অনেকবার নিষেধ করেছেন কিন্তু আমি শুনিনি।’   যেভাবে খাচ্ছে ইট ভিডিও দেখুন-