English Version
আপডেট : ১৭ মে, ২০১৭ ১১:১০

২৭ বছর ধরে জঙ্গলে লুকিয়ে থাকা চোর গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
২৭ বছর ধরে জঙ্গলে লুকিয়ে থাকা চোর গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রে ২৭ বছর ধরে জঙ্গলে লুকিয়ে থাকা এক চোরকে গ্রেপ্তার করেছে সেদেশের পুলিশ। ক্রিস্টোফার নাইট নামের ওই চোর যুক্তরাষ্ট্রের মেইন অঙ্গরাজ্যের বাসিন্দা। কাজের সূত্রে তিনি বোস্টনে এসে বসতি গড়ে তোলেন। সেখানে বাড়ি আর গাড়িতে অ্যালার্ম বসানোর কাজ করতেন তিনি।

১৯৮৩ সালে তিনি ২০ বছরের যুবক। হটাৎ কাউকে কিছু না জানিয়ে বেরিয়ে পড়েন। আবাস গড়লেন জঙ্গলে। প্রায় তিন দশক তিনি কথা বলেননি কোনো  মানুষের সঙ্গে। জীবন ধারণ করেছেন এটা সেটা চুরি করে। এই কাজ করেই পরে পুলিশের হাতে ধরা পড়েন তিনি। ২০১৩ সালে পুলিশের হাতে যখন ধরা পড়লেন, তখন কেটে গেছে ২৭টা বছর। এই বিস্তর সময়ে মাইনাস ২০ ডিগ্রি বরফ জমা তাপমাত্রায় বই পড়ে কাটিয়েছেন তিনি।

ক্রিস্টোফার নাইট বলেন, "এটা কোন আর্ট নয়, কিংবা আধুনিক পৃথিবী থেকে পালানোর কোনো প্রচেষ্টাও নয়। " হটাৎ করেই এমনটা করে বসেন তিনি- এমনটাই দাবি তার। "আমি আমার কাজকে ব্যাখ্যা করতে পারব না। আমার কোনো পরিকল্পনা ছিল না, আমি কোনোকিছু নিয়ে ভাবছিলামও না, কিন্তু আমি এটা করেছি"- বলেন ক্রিস্টোফার।

ক্রিস্টোফারের বেঁচে থাকার গল্পটাও দারুণ। জঙ্গলের ভেতর আবাস গড়েন তাবু গেড়ে। এরপর বেঁচে থাকার জন্য চাই খাবার। আর সে কাজটা করেছেন বেশ সতর্কতার সঙ্গে। একদিন নিশানায় এল তার আবাসের পাশে জলাশয়-লাগোয়া বাড়িগুলো। শুরু হল নিখুঁত পরিকল্পনা, আর চুরির ওপর নির্ভর করে বেঁচে থাকা!

প্রতি বাড়িতেই একাধিকবার তিনি ঢুকেছেন। লেকের ধারে সময় কাটাতে আসা মানুষের ডিঙি নৌকা কিছুক্ষণের জন্য সরিয়ে তাকেই কাজে লাগিয়েছেন চোরাই জিনিস তাঁবুতে আনার জন্য। ২৭ বছরে তার চুরির সংখ্যা হাজারেরও বেশি। লাগাতার চুরি হয়েছে, চোর ধরতে নানা ব্যবস্থাও নেওয়া হয়েছে। কিন্তু সেসব এড়িয়ে তিনি তালা ভেঙে বাড়ির ভেতর ঢুকে পড়তেন।