English Version
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০১৭ ১৮:০৭

আস্ত কুমির গিলে খেলো সারস!(ভিডিওসহ)

অনলাইন ডেস্ক
আস্ত কুমির গিলে খেলো সারস!(ভিডিওসহ)

মাছ পাখিটির প্রধান খাদ্য হলেও সব সময় তো এমন মওকা পাওয়া যায় না। তাই সুযোগ বুঝে এবার সেই ভোজনটা সেরে নিল বোকার মত সাহসী সারস। শ্বেতশুভ্র রং দেখে ভাববেন না ওরা নিরীহ। তলিয়ে ভাবলে সারস নামক প্রাণীটি রীতিমতো হিংস্র। মাছই এই পাখির প্রধান আহার। তা-ই বলে মাংস যে মুখে রুচবে না, এমন কথা সারস-শাস্ত্রে বলা হয়নি কোত্থাও। সেই প্রমাণই রাখল সম্প্রতি ফ্লোরিডার মেলবোর্নের ভিয়েরা জলাভূমির এক সারস। এক আস্ত কুমিরকে গিলে এই মুহূর্তে রীতিমতো ফেসবুক-সেলিব্রিটি সে।

খবরটা প্রথম বেরয় ‘ফিস অ্যান্ড ওয়াইল্ডলাইফ রিসার্চ ইনস্টিটিউট’-এর ফেসবুক পেজ-এ। ফোটোগ্রাফার স্কট মার্টিন এই জলাভূমিতে গিয়েছিলেন ছবি তুলতে। এবং সেখানেই তাঁর নজরে আসে সারস ও একটি খুদে অ্যালিগেটরের টকরার। গ্রেট ব্লু হেরন প্রজাতির সারসটি বেমালুম খেয়ে ফেলে। তবে খাওয়ার আগে কুড়ি মিনিট সে কুমিরছানাটির সঙ্গে লড়াই-খেলা খেলেছিল।

গ্রেট ব্লু হেরন এক আশ্চর্য প্রাণী। ঠোঁটের কাছে যা জোটে, তা-ই তারা খেয়ে ফেলে। কিন্তু তাই বলে কুমির খাওয়ার ব্যাপারটাকে বাড়াবাড়ি বলেই মনে করছেন মার্টিন। তবে, সেই বিরল দৃশ্যের ভিডিও তুলতে ভোলেননি মার্টিন। এখানে রইল সেই ভিডিও।