English Version
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০১৭ ১৪:০৯

গাধার বিয়ে দিয়ে প্রতিবাদ!

নিজস্ব প্রতিবেদক
গাধার বিয়ে দিয়ে প্রতিবাদ!

অনেকদিন ধরেই মনের মধ্যে গোপন করে রাখা তীব্র ভালোবাসার কথা কাম্পা কিছুতেই বলতে পারছিলো না কাম্পিকে। তবে এইবার প্রচণ্ড আবেগ নিয়ে ভ্যালেন্টাইন ডে-তেই মনের কথা বলে, কাম্পিকে নিয়ে সরাসরি বিয়ের পিঁড়িতে হাজির হলো কাম্পা। তাদের ঐতিহাসিক মুহূর্তকে স্মরণীয় করে রাখতে সেখানে উপস্থিত ছিলেন স্থানীয় কয়েকজন বাসিন্দা।

কোনো মানুষের প্রেমের চরম পূর্ণতার কথা বলছি না। কাম্পা ও কাম্পি, দুটি গাধার নাম। গত মঙ্গলবার, ভালোবাসা দিবসে বেঙ্গালুরুর কাবন পার্কে এই গাধা যুগলের মালা বদল হয়ে। রীতিমত মাথায় সিদুঁর ও মুকুট পরিয়ে বিয়ে আনুষ্ঠানিকতাপূর্ণ করা হয় তাদের। 

পুরো আয়োজনের তত্ত্বাবধানে ছিলেন, কানাড়া ছালাভালি পার্টির প্রেসিডেন্ট সাবেক এমএলএ ভাটাল নাগরাজ। ভালোবাসা দিবসে দুটি গাধার অনুষ্ঠানিক দিয়ে দিয়ে তিনি এক অদ্ভুত প্রতিবাদ জানানোর চেষ্টা করেছেন। দিবসটি পালন করতে পার্কে আসা সমস্ত যুগলদের ওপর গোলাপের পাপড়ি বর্ষণ করেন নাগরাজের দলের সদস্যরা। এখানেই শেষ নয় তাঁর নির্দেশে কাপলদের বাধ্যকরা হয় একে অপরের পা ছুঁতে কিংবা পরস্পরের হাত ধরতে। এমনকি পরস্পরকে ঘনিষ্ঠ হওয়ারও হুমকি আসে ওই এমএলএ-র কাছ থেকে।

এব্যাপারে ভাটাল নাগরাজ বলেন, এই দিনটিতে যাতে যুবক-যুবতীরা সংযত ব্যবহার করে তার জন্য এই পদক্ষেপ। তা ছাড়া সামাজিক মুল্যবোধ অবক্ষয় থেকে রক্ষা করার জন্য এই কঠোরতা। তিনি রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের কাছে অবিলম্বে এ ব্যাপারে নতুন আইন তৈরির দাবি জানান।